রাজধানীর বাড্ডায় সুমন শিকদার হত্যা মামলায় চার দিনের রিমান্ড শেষে তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।
Published : 15 Sep 2024, 10:07 PM
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
রাজধানীর বাড্ডায় সুমন শিকদার হত্যা মামলায় চার দিনের রিমান্ড শেষে তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা এসআই মো. রেজাউল আলম। রিমান্ড ফেরত প্রতিবেদন জমা দিয়ে আসামিকে কারাগারে পাঠানোর আবেদন করেন তিনি।
রিমান্ড ফেরত প্রতিবেদনে বলা হয়, “আসামিকে হাই কোর্টের নির্দেশনা মেনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আসামি মামলার ঘটনার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আসামির তথ্যগুলো যাচাই বাচাই করা হচ্ছে। মামলার তদন্ত অব্যাহত আছে বিধায় তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত আসামিকে জেল হাজতে আটক রাখা প্রয়োজন।”
আবেদনের শুনানি শেষে তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দেন মহানগর হাকিম সাইফুজ্জামান।
গত ১০ সেপ্টেম্বর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সুমন শিকদার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে পরদিন তাকে আদালতে তোলা হলে মহানগর হাকিম আলী হায়দার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার বিবরণে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে গত ১৯ জুলাই কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন সুমন শিকদার। তিনি উত্তর বাড্ডার ফুঁজি টাওয়ারেরর উত্তর পাশে প্রগতি সরণিতে পৌঁছালে তিনি গুলিতে নিহত হন।
ওই ঘটনায় সুমনের মা মোসা. মাছুমা ২০ অগাস্ট বাড্ডা থানায় হত্যা মামলা করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৯ জনকে সেখানে আসামি করা হয়।