“সবচেয়ে বড় আইন হল গণপ্রতিনিধিত্ব আদেশ। আরপিও গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে।”
Published : 14 Oct 2024, 05:19 PM
নির্বাচন কমিশন নিয়োগের আইনকে অগ্রাধিকারে রেখে বিদ্যমান গণপ্রতিনিধিত্ব আদেশসহ যাবতীয় আইন-কানুন ও বিধি পর্যালোচনা করছে নির্বাচন সংস্কার কমিশন।
এ কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচন ব্যবস্থা সংস্কারের বিষয়ে সুনির্দিষ্ট ধারণা নিতে, সংস্কার কমিশনের বিষয়ে তথ্য ও লিখিত মতামত পেতে আগামী এক সপ্তাহের মধ্যে ওয়েবসাইট, ইমেইল ও ফেইসবুক পেইজও তৈরি করা হবে।
বদিউল আলম মজুমদার বলেন, “আমরা যথাসময়ে কাজ শুরু করেছি। এখন আইন-কানুন বিধি বিধান পর্যালোচনা করছি, যাতে আমাদের স্পষ্ট ধারণা হয়, যাতে সংস্কার করতে পারি।”
সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বদিউল আলম মজুমদার কথা বলছিলেন।
অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে যে ছয় কমিশন করেছে তাতে গত ৩ অক্টোবর বদিউল আলম মজুমদারকে প্রধান করে আট সদস্যের নির্বাচন সংস্কার কমিশন গঠন করা হয়।
আগামী ৯০ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে সুপারিশসহ প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে এই কমিশনের।
কমিশনের সদস্যদের নিয়ে তৃতীয় বৈঠক শেষে সাংবাদিকদের বদিউল আলম মজুমদার বলেন, “সবচেয়ে বড় আইন হল গণপ্রতিনিধিত্ব আদেশ। আরপিও গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে। এরপর সীমানা পুনর্নির্ধারণ আইন আছে, ভোটার তালিকা আইন আছে, ইসি সচিবালয় আইন আছে-এরকম অনেকগুলো আইন আছে।
“স্থানীয় সরকার নির্বাচন আইন আছে। সেগুলো নিয়েও পর্যালোচনা করতে হবে। পর্যালোচনা করে সে বিষয়ে সুপারিশ করতে হবে৷ নির্বাচন পর্যবেক্ষক এমন অনেক কাজ বিস্তৃত, যেগুলো পর্যালোচনা করা হবে।“
এক প্রশ্নের জবাবে সংস্কার কমিশনের প্রধান বলেন, “কমিশন নিয়োগের আইন অগ্রাধিকার। সরকার যখন চাইবে, আমরা আশা করি তখনই আমরা উনাদের একটা খসড়া দিতে পারব।“
বদিউল আলম মজুমদার বলেছেন, সংস্কার কমিশনের নির্বাহী ক্ষমতা বা এখতিয়ার নেই৷ এটা সরকারের বিষয়। যদি সিদ্ধান্ত দিতে হয় সরকারকে দিতে হবে।“
কমিশনের তৃতীয় বৈঠক নিয়ে বদিউল আলম মজুমদার বলেন, “মিটিংয়ে যেটা করেছি- আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি। এতে কী থাকা উচিত তা নিয়ে আলোচনা করেছি। আমাদের ফেইসবুক পেইজ হবে, আমাদের ই-মেইল হবে।
“সবার কাছ থেকে তথ্য, প্রস্তাব, সুপারিশ এগুলো আমরা চাইব। ওয়েবসাইট ইসির ওয়েবসাইটের সাব-ডোমেইন হবে।“
আগামী এক সপ্তাহের মধ্যে এই কাজগুলো সেরে ফেলা যাবে বলে আশা করছেন কমিশনের প্রধান।
নির্বাচন সংস্কার কমিশনে যারা
নির্বাচন ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে আরও সাতজনকে সদস্য করা হয়েছে।
সদস্যরা হলেন- স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ শিক্ষাবিদ তোফায়েল আহমেদ; নির্বাচন ব্যবস্থা, ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র বিশেষজ্ঞ ইসির সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী; নির্বাচন বিশেষজ্ঞ মো. আব্দুল আলীম; রাজনৈতিক বিশেষজ্ঞ ও ওপিনিয়ন মেকার জাহেদ উর রহমান; শাসন প্রক্রিয়া ও প্রাতিষ্ঠানিক সংস্কার বিশেষজ্ঞ মীর নাদিয়া নিভিন; ইলেকট্রনিক ভোটিং ও ব্লকচেইন বিশেষজ্ঞ মোহাম্মদ সাদেক ফেরদৌস এবং শিক্ষার্থী প্রতিনিধি (এখনও যুক্ত হয়নি)।
পুরনো খবর
নির্বাচন ব্যবস্থা সংস্কার: সব অংশীজনের মতামতের ভিত্তিতে প্রতিবেদন