তাদের আরও দুই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্ত কর্মকর্তারা
Published : 24 Aug 2024, 10:25 PM
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং চাকরিচ্যুত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে জিজ্ঞাসাবাদে আরও ১০ দিনের পুলিশ হেফাজতে দিয়েছে আদালত।
শনিবার পৃথক দুই মামলায় তাদের পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম জসিম উদ্দিন।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার সময় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহকে গুলি করে হত্যার অভিযোগে লালবাগ থানায় করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অন্যদিকে নিউমার্কেট থানা এলাকায় ঢাকা কলেজের অনার্সের চতুর্থ বর্ষের ছাত্র সবুজ আলী হত্যা মামলায় তাদের আরও ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে প্রসিকিউশন পুলিশের পরিদশর্ক আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তাদের নতুন করে রিমান্ডে দেওয়ার তথ্য জানান।
এর আগে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক ও জিয়াউল আহসানকে নিউ মার্কেট এলাকায় দোকান-কর্মচারী শাহজাহান আলী হত্যা মামলায় ৮ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
ওই মামলায় জিজ্ঞাসাবাদ শেষে শনিবার তাদের আদালতে তুলে নতুন করে দুই মামলায় ১০ দিনের রিমান্ড চাওয়া হয়।
এদিনও কড়া নিরাপত্তায় তাদের আদালতে হাজির করা হয়। হেলমেট ও বুলেটপ্রুফ ভেস্ট পরিয়ে আদালতে আনা হয়।
শুনানির সময় আদালত প্রাঙ্গণে বারান্দায় এজলাসে তাদের ‘খুনি’ বলে স্লোগান দিতে থাকেন বিএনপিপন্থি আইনজীবীরা। ফাঁসির দাবি তোলেন তারা।
সালমান ও পলকসহ ৫ মন্ত্রী-এমপির অবৈধ সম্পদের খোঁজে দুদক
'১২ দেশের মুদ্রা' নিয়ে পালাচ্ছিলেন সালমান এফ রহমান: পুলিশ
খালেদ সাইফুল্লাহ হত্যা মামলার রিমান্ড আবেদনে বলা হয়, ছাত্রজনতার আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই বিকাল ৬টায় লালবাগ থানার আজিমপুর সরকারি আবাসিক এলাকায় হত্যার উদ্দেশ্যে নিরাপরাধ নিরস্ত্র ছাত্র জনতা ওপর হামলা চালায়। হামলায় তানভীর, ইসমাইলসহ অনেক আহত হন। তাদের মধ্যে বাদীর ছেলে খালিদ হাসান সাইফুল্লাহ আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে মামলার মূল রহস্য উদঘাটন, অপরাপর পলাতক আসামিদের নাম ঠিকানা সংগ্রহ করে আসামিদের গ্রেপ্তারে আগ্নেয়াস্ত্র ও গুলির উৎস জানতে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের পুলিশ রিমান্ডের নেওয়া একান্ত প্রয়োজন বলে আবেদনে তুলে ধরা হয়।
নৌপথে পালানোর সময় গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান রহমান ও আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার কর হয়।
পরদিন নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে (২৪) হত্যার অভিযোগে করা মামলায় তাদের দুই জনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকার মহানগর হাকিম মামুনুর রশীদ।
এদিকে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে ১৫ আগস্ট রাতে সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি পাওয়া নজরদারি টেলকম সংস্থা এনটিএমসির আলোচিত প্রধান মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়।
পরের দিন তাকে নিউ মার্কেট এলাকার দোকানের কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগের মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড নিতে আবেদন করা হয়। সেদিন ঢাকার মহানগর হাকিম আরাফাতুল রাকিব তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
কোটা সংস্কার আন্দোলন অগাস্টের শুরুতে সরকারবিরোধী আন্দোলনে রূপ নিলে সারাদেশে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। ৫ অগাস্ট আন্দোলনকারীদের ঢাকামুখী লং মার্চের মধ্যে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
এরপর সরকারের মন্ত্রী এবং আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের প্রায় সবাই আত্মগোপনে চলে যান। কেউ কেউ আগেই দেশে ছেড়েছেন বলেও খবর আসে। এরমধ্যেই ঢাকার পুলিশ তাকে সদরঘাট থেকে সালমান ও আনিসুলেকে গ্রেপ্তারের তথ্য দেয়।
ঢাকার সদরঘাট থেকে গ্রেপ্তারের পর সেখানে তাকে তল্লাশি করে এই বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা পাওয়া যায় বলে পরে রিমান্ড আবেদনের বর্ণনায় লিখেছেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. সজীব মিয়া।
গ্রেপ্তারের সময় সালমান এফ রহমানের কাছ থেকে পাঁচটি সবুজ রঙের পাসপোর্ট ও একটি কূটনৈতিক পাসপোর্ট পাওয়ার তথ্য রিমান্ড আবেদন যুক্ত করা হয়েছে।
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের কাছে ১৭ হাজার ৫১২ ইউএস ডলার, ৭২৬ সিঙ্গাপুরী ডলার ও তিনটি কূটনৈতিক পাসপোর্ট পাওয়া গেছে বলে রিমান্ড আবেদন বলা হয়েছে।
হত্যা মামলায় রিমান্ডে থাকার সময়ে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান রহমানের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান করার সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তার বিরুদ্ধে শেয়ারবাজারে জালিয়াতি, প্লেসমেন্ট শেয়ার কারসাজি ও প্রতারণার মাধ্যমে শেয়ার হোল্ডারদের হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ আনা হয়েছে। এছাড়া অবৈধ প্রভাব খাটিয়ে দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংক হতে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতসহ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ করা হয়েছে।
আরও পড়ুন:
সালমান, আনিুসল ও জিয়াউল আরও ১০ দিনের রিমান্ডে