২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

‘হাঙর নদী গ্রেনেড’: মুক্তিযুদ্ধে নারীর আত্মত্যাগের বয়ান
গল্প হিসেবে ‘হাঙর নদী গ্রেনেড’ প্রথম ছাপা হয়েছিল তরুণ সাহিত্যিকদের পত্রিকা ‘টেরোড্যাকটিল’-এ। পরে সেলিনা হোসেন গল্পটিকে উপন্যাসে রূপান্তর করেন। নব্বইয়ের দশকে ‘হাঙর নদী গ্রেনেড’ থেকে সিনেমাও নির্মিত হয়।