মুক্তিযুদ্ধে ‘নারীর আত্মত্যাগের’ অনন্য দলিল
সেলিনা হোসেনের উপন্যাস ‘হাঙর নদী গ্রেনেড’ মুক্তিযুদ্ধে নারীর ভূমিকার এক মর্মস্পর্শী চিত্র। একজন মা নিজের সন্তানকে পাকিস্তানি সেনাদের হাতে তুলে দিয়ে, লুকিয়ে রাখেন দুই মুক্তিযোদ্ধাকে—এমন এক হৃদয়বিদারক ঘটনার ভিত্তিতেই রচিত হয় এই উপন্যাস।