‘৭ বর্ণ বাদ’, গুজবে বিব্রত সেলিনা হোসেন

“কে এই শয়তানিটা করলো? আমি ঠিক বুঝতে পারছি না। এটা ছড়িয়ে কী লাভ হল?,” বলেন তিনি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2023, 02:17 PM
Updated : 15 March 2023, 02:17 PM

বাংলা বর্ণমালা থেকে সাতটি বর্ণ বাদ দেওয়া হবে বলে যে খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা গুজব বলে জানিয়েছেন বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন।

এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, বিভ্রান্ত তৈরি করা ফেইসবুকের এ স্ক্রিনশটের কারণে বিব্রতও হচ্ছেন।

বুধবার স্বরবর্ণের তিনটি এবং ব্যাঞ্জনবর্ণের চারটি বর্ণ ২০২৪ সাল থেকে বাদ দেওয়া হবে বলে বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেনের বরাতে ফেইসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভ্রান্তি বা আলোচনা-সমালোচনার পর তা গুজব বলে জানান সেলিনা হোসেন।

ওই স্ক্রিনশটে দাবি করা হয়, “আগামী ২০২৪ সালে বাংলা স্বরবর্ণ থেকে ঈ ঊ ঋ এবং বাংলা ব্যঞ্জনবর্ণ থেকে ঞ ণ ঢ় ৎ বাদ দেওয়া হবে।”

সেলিনা হোসেন বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি অনেকগুলো ফোন পেয়েছি। কে এই শয়তানিটা করলো? আমি ঠিক বুঝতে পারছি না। এটা ছড়িয়ে কী লাভ হল? বাংলা একাডেমি এরকম কোনো সিদ্ধান্ত নিয়েছে বলে আমার জানা নেই।”