সদরঘাট এলাকা থেকে গত বছরের ১৩ অগাস্ট গ্রেপ্তার হন তারা।
Published : 25 Apr 2025, 05:40 PM
যাত্রাবাড়ী থানার পারভেজ মিয়া হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাউসার পারভীন এ আদেশ দেন।
আদালতে যাত্রাবাড়ী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মো. শরীফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
রিমান্ড শেষে এদিন আদালতে হাজির করে তাদেরকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই নাজমুল হাসান।
এর আগে গত ১০ ফেব্রুয়ারি তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
মামলার অভিযোগে বলা হয়েছে, শেখ হাসিনা সরকারের পতনের দিন ৫ অগাস্ট রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেন পারভেজ মিয়া৷
সেদিন বিকালে গুলিবিদ্ধ হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কিছুক্ষণ পর মারা যান তিনি।
এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় গত ২৯ অক্টোবর মামলা করেন নিহতের মা কানীছ ফাতেমা।
বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা হন ২০০৯ সালে।
২০১৯ সালে তাকে মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা করা হয়।
শেষ দুটি সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১ আসন থেকে এমপি নির্বাচিত হন।
অন্যদিকে আইনজীবী আনিসুল হক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলা এবং জাতীয় চার নেতা হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি ছিলেন।
এছাড়া আওয়ামী লীগের আমলে বিডিআর বিদ্রোহের মামলাসহ রাষ্ট্রীয় বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলা পরিচালনা করেন তিনি।
তার বাবা প্রয়াত সিরাজুল হকও প্রখ্যাত আইনজীবী ও রাজনীতিবিদ ছিলেন। স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ণ কমিটির সদস্য ছিলেন তিনি।
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন থেকে আওয়ামী লীগের টিকেটে প্রথমবার এমপি হন আনিসুল হক।
ওই বছর তিনি আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পান। আওয়ামী লীগের পরের দুই সরকারেও তাকে একই দায়িত্বে রাখেন শেখ হাসিনা।
আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর গত বছরের ১৩ অগাস্ট সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার হন সালমান ও আনিসুল।
কোটা সংস্কার আন্দোলনে হতাহতের ঘটনায় নিউ মার্কেট থানায় করা এক মামলায় সেদিন গ্রেপ্তার দেখানো হয় তাদের।