ট্রান্সকমের গুলশান কার্যালয় থেকে নথি জব্দ

মামলার তদন্তের প্রয়োজনে কিছু নথিপত্র জব্দের কথা জানিয়েছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2024, 05:13 AM
Updated : 22 March 2024, 05:13 AM

ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের মেয়ে শাযরেহ হকের করা মামলার তদন্ত্রের প্রয়োজনে কিছু নথিপত্র জব্দ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই।

কোম্পানির গুলশান কার্যালয় থেকে বৃহস্পতিবার দুপুরে নথি জব্দের কথা জানান পিবিআই ঢাকা উত্তরের পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমরা সংশ্লিষ্ট কিছু নথি মামলার তদন্তের প্রয়োজনে জব্দ করেছি। সবটা পাইনি।”

দেশের অন্যতম বড় ব্যবসায়ী গোষ্ঠী ট্রান্সকমের প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের পরিবারে শুরু হয়েছে উত্তরাধিকারের লড়াই।

তার ছোট মেয়ে শাযরেহ হক অর্থ আত্মসাৎ, সম্পত্তি দখল ও অবৈধভাবে শেয়ার হস্তান্তরের অভিযোগ এনে তিনটি মামলা দায়ের করেছেন, যেখানে আসামি করা হয়েছে তার মা, বোন, ভাগ্নেসহ আটজনকে।

গ্রুপের ১০০ কোটি টাকা আত্মসাৎ, সম্পত্তি দখল এবং অবৈধভাবে কোম্পানির শেয়ার হস্তান্তর করার অভিযোগ এনে গত ২২ ফেব্রুয়ারি গুলশান থানায় এসব মামলা দায়ের করেন শাযরেহ হক।

এরপর মামলার আসামি ট্রান্সকম গ্রুপের আইন উপদেষ্টা ফখরুজ্জামান ভুইয়া, পরিচালক (করপোরেট ফাইন্যান্স) কামরুল হাসান ও আব্দুল্লাহ আল মামুন, ম্যানেজার আবু ইউসুফ মো. সিদ্দিক ও কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ মোসাদ্দেককে গ্রেপ্তার করে ২৩ ফেব্রুয়ারি আদালতে পাঠালে তাদের জামিন পান।

লতিফুর রহমানের স্ত্রী শাহনাজ রহমান এখন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান। তার বড় মেয়ে সিমিন রহমান গ্রুপের সিইও। আর নাতি যারেফ আয়াত ট্রান্সকমের হেড অব ট্রান্সফরমেশন। ছোট মেয়ে শাযরেহ হকও ট্রান্সকম গ্রুপের একজন পরিচালক।

আরো পড়ুন-

Also Read: শাযরেহ হকের মামলায় গ্রেপ্তার ট্রান্সকমের ৫ জন, আসামি মা-বোন-ভাগনেও

Also Read: শাযরেহ হকের মামলায় ট্রান্সকম গ্রুপের ৫ কর্মকর্তার জামিন

Also Read: ট্রান্সকম: মা ও বোনের বিরুদ্ধে শাযরেহর যা যা অভিযোগ