আদালত ভবনের আগুন নিয়ন্ত্রণে

অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2023, 11:29 AM
Updated : 7 Feb 2023, 11:29 AM

পুরান ঢাকায় আদালত ভবনের আগুন ফায়ার সার্ভিসের এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। কী কারণে এই আগুন লাগল, তা খুঁজে বের করতে কমিটি গঠন করা হচ্ছে।

মঙ্গলবার দুপুর সোয়া ১টার সময় ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালত ভবনের বেইজমেন্টে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

আগুন লাগার সময় ওই ভবনের বিভিন্ন তলায় আদালতের কার্যক্রম চলছিল। বিচারক, আইনজীবীসহ অনেক বিচারপ্রার্থী সেখানে ছিলেন।

আগুন লাগার পর ধোঁয়ার মধ্যে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই নিরাপদ গন্তব্যে সরে যাওয়ার চেষ্টা করেন।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ শুরু করে। দুপুর সোয়া ২টার সময় আগুন নিয়ন্ত্রণে আসে বলে আদালতে রাষ্ট্র পক্ষের আইনজীবী আনোয়ারুল কবীর জানিয়েছেন।

অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি বলে ফায়ার সার্ভিস জানায়।

অ্যাডভোকেট আনোয়ারুল কবীর বলেন, মালখানায় আগুন লেগেছিল। কী কী পুড়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

মালখানায় বিভিন্ন মামলার আলামত রাখা হয়।

অ্যাডভোকেট আনোয়ারুল বলেন, “মামলার আলামত পুড়লেই যে মামলার চরম ক্ষতি হয়ে যাবে, এমনটি ঠিক নয়। আলামত ছাড়া অন্য উপাদান ঠিক থাকলে মামলা প্রমাণে অসুবিধা হয় না। অবশ্য কোনো কোনো ক্ষেত্রে আলামত প্রাধান্য পায়।”

গুরুত্বপূর্ণ এই স্থাপনায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম উপস্থিত হন।

তিনি সাংবাদিকদের বলেন, “কী কারণে আগুনের সূত্রপাত ঘটেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানার জন্য আমরা তিন থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করব। তারা এর কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণ করবে।”

বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এর পেছনে নাশকতা ছিল কি না, তাও খতিয়ে দেখার কথা বলেছেন আইনজীবীরা।