“মন্ত্রণালয় কী করছে, সেটার উপর নির্ভর করবে আমাদের পরবর্তী কর্মসূচি,” বলেন সিনিয়র সমন্বয়ক শান্ত।
Published : 10 Feb 2025, 03:24 PM
শূন্য পদে নিয়োগ ও সরকারি-বেসরকারি পর্যায়ে নতুন পদ তৈরিসহ কয়েকটি দাবিতে আন্দোলনে নামা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন।
সোমবার বেলা ১২টার দিকে তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রেস ক্লাবের সামনে আসেন।
আগের দিন শাহবাগের অবস্থান থেকে সচিবালয়ে যাওয়ার পথে তাদের লাঠিচার্জ করে পুলিশ। ওই ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার পর আন্দোলনকারীরা শহীদ মিনারে অবস্থান নিয়েছিলেন।
সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের সিনিয়র সমন্বয়ক হাসিবুল ইসলাম শান্ত সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকাল আমাদের শিক্ষার্থীদের ওপর পুলিশ হামলা করেছিল। এর প্রতিবাদ জানাতে আমরা এখানে অবস্থান নিয়েছি।
“এখানে প্রোগ্রাম চলার সময় আমরা সবার সঙ্গে কথা বলে পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেব।”
আন্দোলনের দাবি-দাওয়ার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও শিক্ষা অধিদপ্তর কাজ করছে জানিয়ে তিনি বলেন, “সেখানে আজ কী অগ্রগতি হয়, সেটা আমরা দেখব। গতকাল সচিব মহোদয় বলেছিলেন, ওগুলো তারা বিবেচনা করছেন। আসলে তারা কী করছেন সেটার উপর নির্ভর করবে আমাদের পরবর্তী কর্মসূচি।”
ম্যাটস শিক্ষার্থীরা সরকারি/বেসরকারি পর্যায়ে নতুন পদ তৈরি, অবিলম্বে দশম গ্রেডে শুন্য পদে নিয়োগ, চার বছরের অ্যাকাডেমিক কোর্স বহাল রেখে কারিকুলাম সংশোধন ও ভাতাসহ এক বছরের ইন্টার্নশিপ, প্রস্তাবিত ‘অ্যালায়েড হেলথ প্রফেশনাল বোর্ড’ বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে বোর্ড গঠন এবং আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমঅ্যান্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চতর শিক্ষার সুযোগের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন।
দেশে ১৬টি সরকারি ম্যাটসে প্রতি বছর ১ হাজার ৮২ জন এবং ৫১টি বেসরকারি অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে ভর্তির সুযোগ পান ৪ হাজার ৪৯০ জন। এসব প্রতিষ্ঠান থেকে তিন বছরের কোর্স সম্পন্ন করলে শিক্ষার্থীরা ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি ডিগ্রি পান। পরে তারা বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে স্বাস্থ্য সহকারী হিসেবে কাজ করার সুযোগ পেয়ে থাকেন।