অবরোধের আগের রাতে ঢাকা ও গাজীপুরে ৬ গাড়িতে আগুন

৪০ মিনিটের ব্যবধানে প্রথম তিনটি বাসে আগুন দেওয়ার খবর পায় ফায়ার সার্ভিস।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2023, 03:53 PM
Updated : 11 Nov 2023, 03:53 PM

বিএনপির ডাকা চতুর্থ দফা অবরোধ কর্মসূচি শুরুর আগের রাতে ঢাকার সড়কে চারটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এদিন রাতে গাজীপুরেও আগুনে পুড়েছে দুটি পণ্যবাহী গাড়ি।

শনিবার রাতে ঢাকায় আরামবাগে নটরডেম কলেজের সামনে আন্তঃজেলা রুটের একটি বাসে এবং গাবতলীতে, গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে ও যাত্রাবাড়ীতে নগর পরিবহনের তিনটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শুক্র ও শনি দুই দিনের বিরতি দিয়ে রোববার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত চতুর্থ দফায় দুই দিনের টানা অবরোধ কর্মসূচি ডেকেছে বিএনপি। এর আগের রাতে ৪০ মিনিটের ব্যবধানে এ তিন মাসে আগুন দেওয়ার খবর এল।

এদিন ফায়ার সার্ভিসের কাছে বাসে প্রথম আগুন দেওয়ার তথ্য আসে রাত ৮টা ২০ মিনিটে। নটরডেম কলেজের সামনে আন্তঃজেলা রুটের একটি বাসে আগুনের ঘটনার খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট সেখানে যায় বলে জানান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেওয়ান মো. রাজিব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, লাল সবুজ পরিবহন নামের বাসটি নটরডেম কলেজের বিপরীতে এজিবি কলোনি সংলগ্ন রাস্তায় দাঁড়ানো ছিল। নোয়াখালিগামী বাসটি গ্যারেজ থেকে বের হয়ে রাস্তায় দাঁড় করিয়ে রেখে চালক ও হেলপার কাউন্টারে যান। বাসটি নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল।

এসময় গাড়িতে কে বা কারা আগুন দেয় জানিয়ে ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা বলেন, গাড়িটির বেশ ক্ষতি হয়েছে।

এছাড়া রাত সাড়ে ৮টার দিকে গাবতলী বাসস্ট্যান্ডের সামনে গাবতলী-যাত্রাবাড়ী রুটের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। কল্যাণপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়।

এ দুটি ঘটনার আরও কিছু পরে রাত ৯টার দিকে গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে বলে দায়িত্বরত কর্মকর্তা জানান।

এরপর রাত সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ী ফল পট্টির সামনে 'অনাবিল' নামের একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটে।

পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে বলে ফায়ার সার্ভিস থেকে এক বার্তায় জানানো হয়।

সরকার পতনের এক দফা দাবিতে ২৮ অক্টোবর মহাসমাবেশকে ঘিরে সংঘর্ষের পর বিএনপি হরতালের পর একে একে তিন দফায় অবরোধ কর্মসূচি পালন করে আসেছ। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে পরবর্তী নির্বাচনের দাবিতে বিএনপির সঙ্গে সমমনা জোট ও দলও এ কর্মসূচি পালন করছে।

গাজীপুর প্রতিনিধি জানান, নগরীর বাসন থানার যোগীতলায় একটি পিকআপে এবং সদর থানার ধীরাশ্রম এলাকায় একটি লোহাবাহী ট্রাকে আগুন দেওয়া হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার উপপরিদর্শক শরিফুল ইসলাম জানান, রাত সাড়ে ৯টার দিকে নগরীর তিন সড়ক এলাকার পাশ দিয়ে আঞ্চলিক সড়ক ধরে একটি পিকআপ জাজর এলাকার দিকে যাওয়ার পথে যোগীতলা এলাকায় পৌঁছালে তিনজন যুবক একটি মোটরসাইকেল নিয়ে সেটির গতিরোধ করে। পরে চালক ও সহযোগীকে নামিয়ে দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনের ট্রাক পিক আপটির পুরো অংশ পুড়ে যায়।

অপরদিকে সদর থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন আহম্মেদ জানান, রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ থেকে লোহাভর্তি একটি মালবাহী ট্রাক নাটোর যাওয়ার পথে ধীরাশ্রম এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা ঢিল ছুড়ে ট্রাকটি থামায়। পরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে গাজীপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। ঘটনাস্থলের আশপাশে সিসি টিভি ফুটেজ আছে। সেগুলো যাচাই করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওই পরিদর্শক।