আগুনের ঘটনাটিকে ‘নাশকতা’ দাবি করছে বিসিএস (প্রশাসন) বহুমুখী সমবায় সমিতি।
Published : 05 Mar 2025, 09:17 PM
ঢাকার ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশনে আগুনে দগ্ধ গাড়ি চালক মো. ফারুক মীর মারা গেছেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বুধবার বিকাল ৪টার দিকে তার মৃত্যু হয়েছে বলে ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান।
৩৪ বছর বয়সী ফারুকের শরীরের ৪৮ শতাংশ পুড়েছিল। তার আগে ঘটনার দিন শুক্রবার অফিস সহায়ক আব্দুল মালেক খান (৪০) মারা যান।
দশ তলা ভবনের পাঁচ তলায় বিসিএস (প্রশাসন) কল্যাণ বহুমুখী সমবায় সমিতির একটি অফিস কক্ষে শুক্রবার আগুন ধরে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কারণ হিসেবে ‘এসি বিস্ফোরণের’ কথা বলা হয়।
তবে পর দিন বিসিএস (প্রশাসন) বহুমুখী সমবায় সমিতির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনাটিকে ‘নাশকতা’ দাবি করা হয়। সিসিটিভি ভিডিওতে সন্দেহভাজন এক যুবকের তথ্য দেয় সমিতি।
আরও পড়ুন