পেছন দিক থেকে ট্রাকটি তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়।
Published : 11 Apr 2025, 01:02 AM
যশোরের শার্শায় মোটরসাইকেলের পেছনে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। বাইকের চালক ওই নারীর স্বামী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে যশোর-বেনাপোল মহাসড়কের ত্রিমোহিনী মোড়ে এ ঘটনা ঘটে বলে জানান নাভারণ হাইওয়ে পুলিশের ওসি রোকনুজ্জামান রিপন।
নিহত তানিয়া খাতুন (৩০) শার্শা উপজেলার লাউতাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে ও সেলিম হোসেনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি রিপন বলেন, তানিয়া তার স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে শার্শা থেকে নাভারণ যাচ্ছিলেন। পথে ত্রিমোহিনীর শ্যামলাগাছী মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ছিটকে তানিয়া ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
বাইক চালক তার স্বামীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।