মেছো বাঘটি একটি ড্রেনের মধ্যে পড়ে যায়। তখন প্রাণীটিকে ঘিরে ধরে মারতে থাকেন স্থানীয়রা।
Published : 11 Apr 2025, 01:32 AM
সিলেটের ওসমানীনগরে একটি মেছো বাঘকে পিটিয়ে মেরেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার বিকালে উপজেলার আলমপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন
ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া।
মেছো বাঘটিকে হত্যার একটি ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, মেছো বাঘটি একটি ড্রেনের মধ্যে পড়ে যায়। তখন প্রাণীটিকে ঘিরে ধরে মারতে থাকেন স্থানীয়রা। ভিডিওতে পুলিশ সদস্যদেরও দেখা গেছে।
এ বিষয়ে ওসি মোনায়েম মিয়া বলেন, “মেছো বাঘকে আটকের খবর শুনে ওই এলাকায় পুলিশ সদস্যদের পাঠিয়েছিলাম। তবে পুলিশ যাওয়ার আগেই মেছো বাঘটিকে মেরে ফেলে এলাকাবাসী।”