বিএনপি-জামায়াতে ডাকা হরতালের দিন মোহাম্মদপুর বেড়িবাঁধের তিন রাস্তার মোড়ে অবরোধ করে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
Published : 14 Nov 2023, 03:40 PM
রাজধানীর মোহাম্মদপুরে বেড়িবাঁধ এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-২ এক বিজ্ঞপ্তিতে বলেছে, মো. জাবেদ (৩২), মো. মুন্না (২৬), মো. তারেক (২৭), মো. রাব্বি (২৬), ওসমান গনি (১৮) ও মো. হারুন-অর-রশিদ (৪২) নামের ওই ছয়জনকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২৯ অক্টোবর বিএনপি-জামায়াতের ডাকা হরতালের দিন মোহাম্মদপুর বেড়িবাঁধের তিন রাস্তার মোড়ে অবরোধ করে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ওই সময় ধারালো অস্ত্র দিয়ে তারা কয়েকজন ব্যক্তি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জখম করে।
ওই ঘটনায় মোহাম্মদপুর থানায় দুটি মামলা হয়। র্যাব বলছে, গ্রেপ্তার হওয়া ৬ জন সেসব মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারের পর তাদের থানায় পাঠানো হয়েছে।