র্যাব বলছে, দলের মধ্যে নিজেদের গ্রহণযোগ্য বাড়াতে নাশকতার ভিডিও ধারণ করে তারা শীর্ষ নেতাদের কাছে পাঠাতেন।
রাজধানীর মোহাম্মদপুরে বেড়িবাঁধ এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-২ এক বিজ্ঞপ্তিতে বলেছে, মো. জাবেদ (৩২), মো. মুন্না (২৬), মো. তারেক (২৭), মো. রাব্বি (২৬), ওসমান গনি (১৮) ও মো. হারুন-অর-রশিদ (৪২) নামের ওই ছয়জনকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২৯ অক্টোবর বিএনপি-জামায়াতের ডাকা হরতালের দিন মোহাম্মদপুর বেড়িবাঁধের তিন রাস্তার মোড়ে অবরোধ করে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ওই সময় ধারালো অস্ত্র দিয়ে তারা কয়েকজন ব্যক্তি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জখম করে।
ওই ঘটনায় মোহাম্মদপুর থানায় দুটি মামলা হয়। র্যাব বলছে, গ্রেপ্তার হওয়া ৬ জন সেসব মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারের পর তাদের থানায় পাঠানো হয়েছে।