“আপাতদৃষ্টিতে দেখে যেটা মনে হচ্ছে এটা এক্সিডেন্টাল না, কেউ ইনটেনশনালি এটা করছে। এটুকু আমরা নিশ্চিত।”
Published : 12 Apr 2025, 02:04 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার’ মোটিফে আগুন লাগার ঘটনাটি ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মনে করছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) এস এন মো. নজরুল ইসলাম বলেন, “আপাতদৃষ্টিতে দেখে যেটা মনে হচ্ছে এটা এক্সিডেন্টাল না, কেউ ইনটেনশনালি এটা করছে। এটুকু আমরা নিশ্চিত।”
শনিবার ভোরে চারুকলায় আগুনে শোভাযাত্রার জন্য তৈরি করা ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ এবং ‘শান্তির পায়রা’ মোটিফ পুড়ে যায়।
এরপর সকালে চারুকলায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে পুলিশ কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, “একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। ভোর ৫টা ৬ এ যখন আমি কন্ট্রোলে ফোন করি, আমাকে জানাইছে ৫ টা ৫ এ ঘটনাটা ঘটছে।
“এখানে চতুর্পাশে অনেক ক্যামেরা আছে। আমরা ডিজিটাল রেকর্ডগুলো নিব, ফরেনসিক করব। ডিটেকশন করে ফেলব ইনশাল্লাহ।”
তিনি বলেন, “এ পর্যায়ে বলার স্কোপ আসে নাই যে, পার্টিকুলারলি কারা করছে। এটা এই মুহূর্তে বলা যাবে না। এটা ইনভেস্টিগেশনে বের হবে।
“তবে প্রাথমিকভাবে ধারণা করা যায়। এখানে দুইটা মোটিফ পোড়ানো হইছে। বিগত সরকার প্রধান ছিল, তার একটা পোট্রেইট করা হইছে। ওইটা পোড়াইতে গিয়া সম্ভবতো কবুতরের আংশিক অংশ পোড়ানো হইছে। তাইলে ওই জিনিসটা যারা লাইক করে না, তারা এই কাজটা করবে। এটা একটা অনুমান নির্ভর কথা।”
তদন্তে ভিডিও ফুটেজ ‘কমপ্লিটলি ইনভেস্টিগেশন’ শেষে বিষয়টি নিশ্চিত করার কথা জানিয়ে তিনি বলেন, “যে এখানে আগুনটা লাগাইছে, তারে ডিটেক্ট করতে পারলে তার মাস্টারমাইন্ড কারা বা এটার সাথে কারা জড়িত এইটার ডিটেইল আমরা পরে বলতে পারব।”
এক প্রশ্নে তিনি বলেন, “এখানে পুলিশ ছিল, ঢাকা ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিম ছিল। প্রক্টরিয়াল টিমের দুইজন সদস্য ছিল, ৫টার দিকে তারা সম্ভবত মসজিদে নামাজ পড়তে গেছে। পুলিশের টিমটা সম্পর্কে আমি এখনও ডিটেইলস জানি না।
“আমার এখানে ১০ জনের ফোর্স থাকে। গেইটে থাকে কিছু এখানে থাকে তিনজন। আমি ওদেরকে এখনও জিজ্ঞাসাবাদ করতে পারি নাই। জিজ্ঞাসাবাদ করার পরে জানতে পারব তারা কই ছিল, কী অবস্থায় ছিল বা কীভাবে আগুনটা লাগছে। তাদের কাছ থেকে কিছুটা তথ্য পাওয়া যাবে। আর ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে আমরা বিষয়টি নিশ্চিত হতে পারব।”
এ ঘটনা তদন্তে ‘অবশ্যই কমিটি’ করা হবে জানিয়ে তিনি বলেন, “টাইমটা যেহেতু ভোরের দিকে হইছে, শেষ রাতের ভিডিও ফুটেজগুলো এনালাইসিস করলে আমরা পেয়ে যাব।”
বেলা পৌনে ১২টার দিকে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী চারুকলায় ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে তিনি সাংবাদিকদের কোনও প্রশ্নের জবাব না দিয়েই ঘটনাস্থল থেকে চলে যান।