অবৈধ সম্পদ: মির্জা আব্বাস দম্পতির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

প্রায় পৌনে ২১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে এ মামলায়।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2023, 10:43 AM
Updated : 15 March 2023, 10:43 AM

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় বিএনপি নেতা মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত।

ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আসাদুজ্জামান বুধবার এ অভিযোগপত্র গ্রহণ করে বিচারের জন্য ৬ নম্বর বিশেষ জজ আদালতে স্থানান্তরের আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী মহিউদ্দিন জানান, আদালতে এদিন হাজির হয়ে জামিন আবেদন করেন মির্জা আব্বাস ও তার স্ত্রী। পরে বিচারক তা মঞ্জুর করেন।

প্রায় পৌনে ২১ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপি নেতা মির্জা আব্বাস ও তার স্ত্রীর বিরুদ্ধে ২০১৯ সালের ৭ জুলাই ঢাকার শাহজাহানপুর থানায় মামলা করেছিলেন দুদকের সাবেক সহকারী পরিচালক মো. সালাহউদ্দিন।

তদন্ত শেষে গত বছরের ২৭ ডিসেম্বর আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মোহা. নুরুল হুদা।

মির্জা আব্বাস ১৯৯১ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত সংসদ সদস্য, মন্ত্রী, ঢাকা সিটি করপোরেশনের মেয়র এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ছিলেন।

সংসদ সদস্য, মেয়র ও মন্ত্রী হওয়ার সুবাদে তিনি ‘ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধ উপায়ে’ ২০০৭ সালের ১৬ অগাস্ট পর্যন্ত আফরোজা আব্বাসের নামে ওই টাকার সম্পদ অর্জন করেছেন বলে দুদকের মামলায় অভিযোগ আনা হয়।