যাত্রাবাড়ী থানার একটি চুরির মামলা তদন্ত করতে গিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ওই সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Published : 29 Aug 2023, 02:35 PM
রাজধানীতে মোবাইল চুরির সঙ্গে জড়িত একটি চক্রের সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন– মো. সাইদুল ইসলাম (২১), মো. তৌহিদুল ইসলাম (৩৫), মো. সোহেল রানা (২৯), মো. রানা শেখ (২৮), মো. বেলাল হোসেন রাসেল (২৫), আমির হোসেন (৫৪) ও মো. রবিন (৩০)।
যাত্রাবাড়ী থানার একটি চুরির মামলা তদন্ত করতে গিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান মতিঝিল বিভাগের গোয়েন্দা পুলিশের উপকমিশনার রাজীব আল মাসুদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, চুরি করা মোবাইল ফোন যেন উদ্ধার করা না যায়, সেজন্য চক্রটি মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তন করে ফেলত।
তাদের কাছ থেকে একটি মাইক্রোসকোপ, একটি কম্পিউটার, দুটি ল্যাপটপ, ১৯টি বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি মোবাইল আনলক করার ডিভাইস, একটি আইএমইআই পরিবর্তনের সফটওয়্যার ডিভাইস উদ্ধার করা হয়েছে।
উদ্ধার করা মোবাইলগুলোর মধ্যে পাঁচটি ইতোমধ্যে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান গোয়েন্দা কর্মকর্তা রাজীব।
তিনি বলেন, আইএমইআই পরিবর্তন করতে চক্রটি রীতিমত একটি ল্যাব তৈরি করেছিল। সেজন্য কিছু ইলেকট্রনিক ডিভাইস অবৈধভাবে আমদানি করেছে।
“এসব যন্ত্রপাতি ব্যবহার করে মাত্র কয়েক মিনিটে মধ্যে তারা একটি মোবাইল হ্যান্ডসেটের আইএমইআই নম্বর বদলে ফেলত, পরে বাজারে বিক্রি করত।”
রাজীব আল মাসুদ বলেন, কারও মোবাইল চুরি কিংবা হারিয়ে গেলে জিডি করার পর গোয়েন্দা বিভাগে এসে অভিযোগ জানালে মোবাইল উদ্ধারের কাজটি সহজ হয়।