এজন্য ডিএমপি থেকে ইসিকে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।
Published : 03 Dec 2023, 11:48 PM
দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশনার পর ৩৩ থানার ওসিকে বদলির প্রক্রিয়া শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রোববার রাতে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা মহানগর পুলিশের ৫০ থানার মধ্যে ৩৩টির ওসি ৬ মাসের বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন। নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত অনুযায়ী তাদের পরিবর্তনের জন্য সংস্থাটির কাছে অনুমোদন চাওয়া হবে।
মাঠের তথ্যের ভিত্তিতেই ওসি, ইউএনওদের বদলির সিদ্ধান্ত ইসির
কবে নাগাদ এসব ওসির কর্মস্থল পরিবর্তন করা হবে জানতে চাইলে তিনি বলেন, “ডিএমপির পক্ষ থেকে ইসি বরাবর চিঠি দেব। ইসি যে সিদ্ধান্ত দেবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
সংসদ নির্বাচন সামনে রেখে যেসব থানায় ওসিদের মেয়াদ ছয় মাসের বেশি হয়েছে তাদের বদলির নির্দেশনা দিয়েছে ইসি।
এমন ওসিদের ৫ ডিসেম্বরের মধ্যে বদলির প্রস্তাব করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে কমিশন।
একই সঙ্গে এক বছরের বেশি সময় দায়িত্বে থাকা ইউএনওদেরকেও বদলি করতে বলেছে নির্বাচন আয়োজনের দায়িত্বে থাকা সংস্থাটি।
এরপরই ডিএমপি ছয় মাসের বেশি পুরনো ওসিদের রদবদলের বিষয়ে পদক্ষেপ নেওয়া শুরু করে বলে কর্মকর্তারা জানান।
এদিকে রোববার দুপুরে ফার্মগেইটে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এক প্রশ্নের জবাবে বলেন, নির্বাচন প্রভাবিত হতে পারে ভেবে নির্বাচন কমিশন ওসিদের রদবদলের সিদ্ধান্তের কথা জানিয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ওসিরা যথারীতি বদলি হবেন।
তিনি বলেন, "প্রধান নির্বাচন কমিশনার মনে করেছেন যারা দীর্ঘদিন ধরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছেন, তারা হয়তো কারও প্রতি প্রভাবিত হতে পারেন। এটা নির্বাচন কমিশনের বিবেচনা। আমার কিন্তু নয়, তাদের কথা। সেজন্যই তারা ওসিদেরকে বদলির কথা বলেছেন।"