ইলিনয়ের ইন্টারস্টেট ৫৫ মহাসড়কে ৪০ থেকে ৬০টি যাত্রীবাহী গাড়ি এবং ট্রাক্টর-ট্রেইলর ট্রাকসহ ৩০টি বাণিজ্যিক যান এই দুর্ঘটনায় জড়ায়; দুটি বড় বড় ট্রাকে আগুনও ধরে যায়।
Published : 02 May 2023, 10:01 AM
ধুলা ঝড়ের কারণে দৃশ্যমানতা প্রায় শূন্যের কাছাকাছি নেমে আসায় যুক্তরাষ্ট্রের ইলিনয়ের একটি মহাসড়কে কয়েক ডজন গাড়ি একের পর এক সিরিজ দুর্ঘটনায় পড়লে ৬ জন নিহত ও অন্তত দুই ডজন মানুষ আহত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মোটামুটি ৪০ থেকে ৬০টি যাত্রীবাহী গাড়ি ও একাধিক ট্রাক্টর-ট্রেইলর ট্রাকসহ ৩০টি বাণিজ্যিক যান সোমবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে ইলিনয়ের দক্ষিণাঞ্চলে ইন্টারস্টেট ৫৫ নামের মহাসড়কটিতে এই দুর্ঘটনায় জড়ায়; দুর্ঘটনায় দুটি বড় বড় ট্রাকে আগুনও ধরে যায়।
রাজ্য পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই বলা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পুলিশ বলছে, শিকাগোর প্রায় ৩২০ কিলোমিটার দক্ষিণপশ্চিমের ফার্মসভিল শহরের কাছে ইন্টারস্টেট ৫৫ মহাসড়কটির সোয়া তিন কিলোমিটার লম্বা অংশের উভয় পাশেই এ দুর্ঘটনাগুলো হয়েছে।
৩০ জনের বেশি আহতকে আশপাশের হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনকও। আহতদের মধ্যে ২ বছর বয়সী শিশু যেমন আছে, তেমনি ৮০ বছরের বৃদ্ধও আছে বলে জানিয়েছে পুলিশ।
এসব দুর্ঘটনায় অন্তত ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মন্টগোমারি কাউন্টি করোনারের কার্যালয়ের প্রধান সহকারী জোলেতা হিল। তাৎক্ষণিকভাবে মৃতদের বিস্তারিত জানা যায়নি।
স্থানীয় গণমাধ্যমের পোস্ট করা ঘটনাস্থলের ভিডিও ফুটেজে এক গাড়ির পেছনে ধাক্কা খাওয়া আরেক গাড়ি, তার পেছনে আরেকটি, এরকম অনেকগুলো চূর্নবিচূর্ণ গাড়ি এবং কিছু গাড়িকে মহাসড়কের পাশের মাঠে পড়ে থাকতে দেখা গেছে। গাঢ় ধোঁয়া ও ধুলার মধ্যে জ্বলতে দেখা গেছে একটি ট্রাককে।
তীব্র বাতাস মহাসড়কের চারপাশের ক্ষেত থেকে ধুলা উড়িয়ে আনায় চালকদের দৃশ্যমানতা শূন্যে নেমে আসে, তাতেই একের পর এক গাড়ি দুর্ঘটনায় পড়ে, বলেছে রাজ্য পুলিশ।
এ কারণে মহাসড়কটির উভয় পাশের প্রায় ২৮ কিলোমিটার অংশে যান চলাচল কয়েক ঘণ্টা বন্ধ ছিল, বলেছে তারা।
DEVELOPING: "Multiple" people are dead after a dust storm caused dozens of vehicles to crash on an Illinois interstate, authorities say.
— ABC News (@ABC) May 1, 2023
More than 30 people were transported to the hospital, according to state police. https://t.co/T1uotGreoW pic.twitter.com/XURkqsgM3T