তবে দায়িত্বরত ছিলেন এমন প্রমাণ না থাকা নিহত সাংবাদিকদের ধরলে সংখ্যাটি ৬৩ জনে দাঁড়ায়।
Published : 14 Dec 2023, 12:52 PM
ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামসের মধ্যে চলমান যুদ্ধের খবর সংগ্রহ করতে গিয়ে এ পর্যন্ত ১৭ জন সাংবাদিক নিহত হয়েছেন।
আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ‘রিপোটার্স উইদাউট বর্ডারস’ (আরডব্লিউবি) এ তথ্য জানিয়েছে।
৭ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়। দুই মাসেরও বেশি সময় ধরে চলা এ যুদ্ধে ১৮৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৫০ হাজার জনেরও বেশি।
৭ অক্টোবর গাজার সীমান্ত সংলগ্ন ইসরায়েলের দক্ষিণাঞ্চলের শহর ও গ্রামগুলোতে নজিরবিহীন হামলা চালায় হামাসের যোদ্ধারা। তাদের হামলায় ১১৪৭ জন নিহত হয়েছে বলে ইসরায়েল জানিয়েছে। এরপর থেকে ফিলিস্তিনি ছিটমহলটিতে ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েল।
আরডব্লিউবি জানিয়েছে, এ যুদ্ধে নিহত ১৭ সাংবাদিকের মধ্যে ১৩ জন গাজা ভূখণ্ডে নিহত হয়েছেন। তবে দায়িত্বরত ছিলেন এমন প্রমাণ না থাকা নিহত সাংবাদিকদের ধরলে সংখ্যাটি ৬৩ জনে দাঁড়ায়।
এসব ঘটনার মধ্যে ১ ডিসেম্বর পর্যন্ত পাওয়া সব তথ্য সঠিক ছিল বলে জানিয়েছে বিবিসি।
ইসরায়েলের উত্তর সীমান্তে মধ্য অক্টোবর থেকে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের গোলাগুলি বিনিময় হচ্ছে। এসব সহিংসতার সময় দক্ষিণ লেবাননেও কয়েকজন সাংবাদিক হতাহত হন।
অক্টোবরে দক্ষিণ লেবাননে সীমান্তের ওপার থেকে ছোড়া ইসরায়েলি ট্যাংকের গোলায় রয়টার্সের সাংবাদিক ইসাম আব্দুল্লাহ (৩৭) নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা আরও ছয়জন আহত হন।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ও হিউম্যান রাইটস ওয়াচ বলছে, তদন্তে দেখা গেছে ইসরায়েলি এক ট্যাংকের ক্রু সম্ভবত জেনেশুনে সাংবাদিক ইসামকে লক্ষ্য করে গোলা ছুড়েছিল। তবে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে সাংবাদিক ইসামকে লক্ষ্যস্থল করার কথা অস্বীকার করেছে।
আরও পড়ুন:
গাজায় ব্যাপক হতাহত সত্ত্বেও ‘অধিকাংশ ইসরায়েলি হামাসের ধ্বংস চায়’
গাজায় কর্নেলসহ এক দিনে ১০ ইসরায়েলি সেনা নিহত
ইসরায়েল থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রে লেবাননে রয়টার্সের সাংবাদিক নিহত