রেয়াল বেতিসের সঙ্গে ম্যাচ ড্র করলেও দলের পারফরম্যান্স আর পয়েন্ট তালিকায় অবস্থানে সন্তুষ্ট বার্সেলোনা কোচ।
Published : 06 Apr 2025, 01:23 PM
সুযোগ ছিল ছয় পয়েন্টে এগিয়ে যাওয়ার। লিগ শিরোপার ফয়সালাও তাতে একরকম হয়েই যেত। তা পারেনি বার্সেলোনা। তবে আক্ষেপ খুব বেশি নেই হান্সি ফ্লিকের। যতটুকু হয়েছে, যেভাবে খেলেছে তার দল, পয়েন্ট তালিকায় যা অবস্থান, তাতেই সন্তুষ্ট বার্সেলোনা কোচ।
লা লিগার শনিবার ভালেন্সিয়ার কাছে রেয়াল মাদ্রিদের পরাজয় দেখে নিজেদের ম্যাচ খেলতে নেমেছিল বার্সেলোনা। জিততে পারলে দুইয়ে থাকা রেয়ালের চেয়ে ছয় পয়েন্টে এগিয়ে যেতে পারত তারা। কিন্তু ঘরের মাঠে তারা ১-১ গোলে ড্র করে রেয়াল বেতিসের সঙ্গে।
ম্যাচের সপ্তম মিনিটেই গাভির গোল এগিয়ে দেয় বার্সেলোনাকে। বেতিস সমতায় ফেরে মিনিট দশেক পর। আর গোল হয়নি গোটা ম্যাচে।
সুযোগ অবশ্য অনেক এসেছিল বার্সেলোনার জন্য। কিন্তু দুর্দান্ত ফর্মে থাকা তাদের আক্রমণভাগ এই ম্যাচে ছিল নিষ্প্রভ।
কখনও কখনও এমন দিন আসে, এই বাস্তবতা মেনেই নিজেকে সান্ত্বনা দিয়েছেন কোচ ফ্লিক।
“আমরা জয়ের জন্য সবরকম চেষ্টাই করেছি, কিন্তু জিততে পারিনি। গোল মুখে ভাগ্যকে পাশে পাইনি আমরা। তবে সব মিলিয়ে ভালো খেলেছি।”
“এই ধরনের দিন মাঝেমধ্যে আসে, যখন কোনোভাবেই গোল বের করা যায় না। এটাকে মেনে নিতেই হবে এবং ইতিবাচক দিক থেকে দেখতে হবে। আমি এতেই সন্তুষ্ট যে আমরা সবটুকু চেষ্টা করেছি এবং দাপট দেখিয়েছি।”
জিততে না পারলেও এই বছরে অপরাজিত থাকার ধারা ধরে রাখতে পেরেছে বার্সেলোনা। লিগে এখন তারা রেয়ালের চেয়ে চার পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষে। কোপা দেল রের ফাইনালে ২৬ এপ্রিল লড়বে রেয়ালের সঙ্গেই। চ্যাম্পিয়ন্স লিগে দারুণ খেলে এখন তারা আছে কোয়ার্টার-ফাইনালে। সব মিলিয়ে তৃপ্তির ছবিই দেখতে পাচ্ছেন কোচ।
“গত কয়েক ম্যাচে দল যেভাবে খেলেছে এবং যা করেছে, তাতে আমরা গর্ব করতেই পারি। কাপে আমরা ফাইনালে উঠেছি এবং আজকে ড্রয়ের পরও পয়েন্ট তালিকার শীর্ষে ব্যবধান বাড়াত পেরেছি। আমি খুশি। খুব ভালো অবস্থানে আছি আমরা।”
আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে লড়বে বার্সেলোনা।