পেনাল্টি নেওয়ার আগে ভিনিসিউসের সঙ্গে বাজি ধরার মজার গল্প শোনালেন ভালেন্সিয়ার গোলকিপার জিওর্জি মামারদাশভিলি।
Published : 06 Apr 2025, 12:21 PM
পেনাল্টি নেওয়ার আগে মনস্তাত্ত্বিক খেলা চলে অনেক। পেনাল্টি নিতে আসা ফুটবলারের মনোযোগে ব্যাঘাত ঘটাতে নানারকম কথা বলতে বা কসরত করতে দেখা যায় গোলকিপারদের। নানা কিছুই হয়ে থাকে ওই সময়টায়। এবার জিওর্জি মামারদাশভিলি শোনালেন মজার এক গল্প। ভালেন্সিয়ার গোলকিপার বললেন, ভিনিসিউস জুনিয়রের পেনাল্টি ঠেকিয়ে দিয়েছেন তিনি রেয়াল মাদ্রিদের এই তারকার সঙ্গে বাজি ধরে!
লা লিগার ম্যাচে শনিবার কিলিয়ান এমবাপে ফাউলের শিকার হলে এই পেনাল্টি পায় রেয়াল মাদ্রিদ। শট নিতে এগিয়ে যান ভিনিসিউস। সপ্তাহ তিনেক আগে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে পেনাল্টি কাজে লাগাতে না পারা ব্রাজিলিয়ান তারকা ব্যর্থ হন আবার। তার দুর্বল শট অনায়াসেই ঠেকিয়ে দেন মামারদাশভিলি।
ম্যাচের পর তিনি শোনালেন পেনাল্টির আগে ভিনিসিউসের সঙ্গে কথোপকথনের গল্প।
“ভিনিসিউসের সঙ্গে আমার কথা হচ্ছিল এবং আমি ৫০ ইউরো জিতেছি। আমি তাকে বলেছিলাম, ‘পেনাল্টি ঠেকিয়ে দেব, ৫০ ইউরো বাজি, আছো রাজি?’ সে বলেছিল, ‘ইয়েস।’ আমি জিতেছি।”
“তার কাছে আমি টাকা পাই, এখনও সে দেয়নি।”
পেনাল্টি ঠেকানোর পরপরই প্রতি-আক্রমণ থেকে গোল করে এগিয়ে যায় ভালেন্সিয়া। ভিনিসিউস পরে রেয়ালকে সমতায় ফেরালেও শেষ সময়ের গোলে ম্যাচ জিতে নেয় ভালেন্সিয়াই। সান্তিয়াগো বের্নাবেউয়ে ১৭ বছর পর জয়ের স্বাদ পায় তারা। সেখানে বড় অবদান মামারদাশভিলির।
শুধু পেনাল্টি ঠেকানোতেই নয়, ম্যাচজুড়েই অসাধারণ খেলেন মামারদাশভিলি। বেশ কয়েকবার দারুণ দক্ষতায় দলকে রক্ষা করেন ২৪ বছর বয়সী জর্জিয়ান গোলকিপার।
মৌসুমের শুরুতে একের পর এক বাজে পারফরম্যান্সে পয়েন্ট তালিকার তলানিতে গিয়ে রেলিগেশনের শঙ্কায় পড়ে গিয়েছিল ভালেন্সিয়া। তবে গত কিছুদিনে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে দলটি। রেয়ালের বিপক্ষে জয়ের পর পয়েন্ট তালিকায় তারা উঠে এসেছে ১৫ নম্বরে।