চ্যাম্পিয়ন্স লিগ
চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত নিজেদের পারফরম্যান্সে সন্তুষ্ট অ্যাস্টন ভিলা মিডফিল্ডার মর্গ্যান রজার্স।
Published : 06 Apr 2025, 05:19 PM
চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালের লড়াইয়ে নামার আগে বাস্তবতা মেনে নিয়েছেন মর্গ্যান রজার্স। শক্তিশালী পিএসজির মাঠে যে ভুগতে হবে তাদের, বুঝতে পারছেন অ্যাস্টন ভিলার এই মিডফিল্ডার।
ইউরোপ সেরার প্রতিযোগিতায় শেষ আটের প্রথম লেগে আগামী বুধবার ফরাসি চ্যাম্পিয়ন পিএসজির মুখোমুখি হবে অ্যাস্টন ভিলা। ফিরতি লেগ আগামী ১৫ এপ্রিল।
মাঠের পারফরম্যান্সে সময়টা দারুণ কাটছে অ্যাস্টন ভিলার। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৭ ম্যাচ জিতেছে তারা।
দল দারুণ ছন্দে থাকলেও মাটিতেই পা রাখছেন রজার্স। শক্তি-সামর্থ্যে এগিয়ে থাকা পিএসজির বিপক্ষে নিজেদের অবস্থান বুঝতে পারছেন তিনি। তবে কঠিন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকার কথাও বলেছেন ইংলিশ ফুটবলার।
“অবশ্যই আমরা বুঝতে পারছি, পিএসজির মতো বড় একটি দলের বিপক্ষে খেলব এবং জানি, এটা কঠিন হবে। এটাও জানি, এই ম্যাচে আমাদের ভুগতে হবে।”
“তাদের দলে বিশ্বমানের খেলোয়াড় আছে। তবে আমরাও জেতার জন্য মাঠে নামব। এই পর্যায়ে কোনো কারণে তো আমরা এসেছি। যেভাবে খেলেছি এবং প্রতিযোগিতায় যেভাবে পারফরম্যান্স করেছি, তার জন্য আমরা কোয়ার্টার-ফাইনালে উঠেছি।”