আর্সেনালের থেকে ১৪ পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ হারাল আর্না স্লটের দল।
Published : 06 Apr 2025, 09:02 PM
আলেক্সিস মাক আলিস্তেরের দর্শনীয় গোলে এগিয়ে যাওয়ার পরই যেন পথ হারিয়ে ফেলল লিভারপুল। অবিশ্বাস্যভাবে ১৪ মিনিটের মধ্যে তাদের জালে তিনবার বল পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিল ফুলহ্যাম। প্রথমার্ধের বিবর্ণতা পরে কাটিয়ে উঠলেও অঘটন এড়াতে পারল না শিরোপাপ্রত্যাশীরা।
প্রতিপক্ষের মাঠে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচে ৩-২ গোলে হেরেছে লিভারপুল।
মাক আলিস্তেরের গোলে পিছিয়ে পড়ার পর রায়ান সেসেনিয়ানের লক্ষ্যভেদে সমতায় ফেরে ফুলহ্যাম। তাদের পরের দুটি গোল করেন আলেক্স আইওবি ও রদ্রিগো মুনিজ। দ্বিতীয়ার্ধে লুইস দিয়াস ব্যবধান কমিয়ে আশা জাগালেও, আসরে দ্বিতীয় পরাজয় এড়াতে পারল না তারা।
প্রায় এক বছর পর লিগে অ্যাওয়ে ম্যাচে হারের স্বাদ পেল লিভারপুল। এর আগে সবশেষ প্রতিপক্ষের মাঠে তারা হেরেছিল ২০২৪ সালের ২৪ এপ্রিল, এভারটনের মাঠে; তখন দলটির কোচ ছিলেন ইয়ুর্গেন ক্লপ।
এখানে হারলেও অবশ্য শিরোপা পুনরুদ্ধারের অভিযানে শক্ত অবস্থানেই আছে লিভারপুল। ৩১ ম্যাচে ২২ জয় ও ৭ ড্রয়ে ৭৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে তারা। সমান ম্যাচে ১১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আর্সেনাল।
প্রতিপক্ষের শুরুর কিছুটা চাপ সামলে, চতুর্দশ মিনিটে গোলের জন্য প্রথম শট নিয়েই এগিয়ে যায় লিভারপুল। সতীর্থের ছোট পাস ধরে, প্রতিপক্ষের দুই জনের মধ্যে দিয়ে একটু এগিয়ে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন আর্জেন্টাইন মিডফিল্ডার মাক আলিস্তের।
লিভারপুলের সেই আনন্দ যদিও বেশিক্ষণ থাকেনি। খানিক বাদে পরপর তিন গোল হজম করে কোণঠাসা হয়ে পড়ে তারা!
২৩তম মিনিটে আন্দ্রেয়াস পেরেইরার ক্রস ডি-বক্সে পেয়ে ক্লিয়ার করতে ব্যর্থ হন কার্টিস জোন্স, উল্টো তার ঊরুতে লেগে বল চলে যায় সেসেনিয়ান কাছে। প্রথম ছোঁয়াতেই জোরাল শটে গোলরক্ষককে পরাস্ত করেন ইংলিশ মিডফিল্ডার সেসেনিয়ান।
দ্বিতীয় গোলটি লিভারপুল হজম করে নিজেদের ভুলে। ভুল পাসে ডি-বক্সের সামনে পজেশন হারিয়ে ফেলে দলটি। এরপর ডি-বক্সে বল পেয়ে শট নেন নাইজেরিয়ার ফরোয়ার্ড আলেক্স আইওবি, সামনে একজনের গায়ে লেগে সামান্য দিক পাল্টে বল জালে জড়ায়।
৩৭তম মিনিটে কর্নারে উড়ে আসা বল লিভারপুল পুরোপুরি ক্লিয়ার করতে ব্যর্থ হয়। ডি-বক্সে বল দারুণ এক ছোঁয়ায় বক্সে বাড়িয়ে, দ্বিতীয় টোকায় জায়গা বানিয়ে, নিচু শটে গোলরক্ষক কুইমিন কেলেহারকে পরাস্ত করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো মুনিজ।
লিভারপুলের আক্রমণত্রয়ীকে প্রথমার্ধে একরকম খুঁজেই পাওয়া যায়নি। বিরতির পর খেলা শুর হতেই দৃশ্যপটে তারা। সালাহর পাস ধরে ডি-বক্সে গোলরক্ষককে একা পেয়ে যান জটা; কিন্তু পারেননি তিনি সফল হতে। পর্তুগিজ ফরোয়ার্ডের শট এগিয়ে এসে রুখে দেন গোলরক্ষক।
৬৪তম মিনিটে ব্যবধান কমানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন সালাহ। লুইস দিয়াসের ক্রস ছয় গজ বক্সের মুখে পেয়ে উড়িয়ে মারেন আসরে এখন পর্যন্ত ২৭ গোল করা মিশরের ফরোয়ার্ড।
অনেকগুলো ব্যর্থ প্রচেষ্টার পর, দুই বদলি খেলোয়াড়ের বোঝাপড়ায় ৭২তম মিনিটে গোল করে লড়াই জমিয়ে তোলে লিভারপুল। ডি-বক্সে কনর ব্র্যাডলির ছোট পাস ধরে নিচু শটে লক্ষ্যভেদ করেন কলম্বিয়ার ফরোয়ার্ড দিয়াস।
চাপ ধরে রেখে যোগ করা সময়ের প্রথম মিনিটে সমতায় ফিরতে পারতো তারা। কিন্তু ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে দুর্বল শট নেন ফেদেরিকো চিয়েসা। পরের মিনিটে হার্ভি ওলিয়টও ব্যর্থ হলে হারের হতাশায় মাঠ ছাড়ে ‘অল রেড’ নামে পরিচিত দলটি।
দুর্দান্ত এই জয়ে ৩১ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠেছে ফুলহ্যাম।
একই সময়ে শুরু আরেক ম্যাচে হতাশা সঙ্গী হয়েছে চেলসিরও, ব্রেন্টফোর্ডের মাঠে গোলশূন্য ড্র করেছে তারা। ৩১ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি।