চ্যাম্পিয়ন্স লিগ
ইন্টার মিলান ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে একাদশ নিয়ে মুখ খুলতে চাইলেন না ভিনসেন্ট কোম্পানি।
Published : 07 Apr 2025, 11:56 PM
প্রথম পছন্দের অনেক খেলোয়াড় চোটের জন্য বাইরে থাকায় বায়ার্ন মিউনিখের শুরুর একাদশ নিয়ে বেশ কিছু প্রশ্ন হলো সংবাদ সম্মেলনে। তবে কৌতুহল মেটানোর ধারেকাছেও গেলেন না ভিনসেন্ট কোম্পানি। বায়ার্ন কোচ স্পষ্ট করেই বললেন, খুব বেশি তথ্য দিতে চান না তিনি।
চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে আগামী মঙ্গলবার ইন্টার মিলানের মুখোমুখি হবে বায়ার্ন।
চোটের জন্য ইতালিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে গোলরক্ষক মানুয়েল নয়ার, ডিফেন্ডার হিরোকি ইতো, আলফুঁস ডেভিস ও দায়ত উপামেকানো, মিডফিল্ডার কিংসলে কুমান ও জামাল মুসিয়ালাকে পাচ্ছেন না কোম্পানি।
তবে চোট সমস্যাকে অজুহাত হিসেবে দেখাতে চান না বেলজিয়ান কোচ।
“আমরা কঠিন একটি পরিস্থিতিতে পড়েছি। আমরা চ্যাম্পিয়ন্স লিগে আছি, আমাদের সামনের দিতে তাকাতে হবে, পেছনে নয়।”
“যারা আছে তারা নিজেদের সেরাটা দেবে। যারা মাঠে নামবে তারা সব সময়ই সর্বোচ্চ পর্যায়ে চর্চা করে, তারা অবদান রাখবে। ওদের উপর আমার আস্থা আছে। কোনো অভিযোগ করতে চাই না এবং আমি নিজেদের লক্ষ্য কিংবা আমার কৌশল পাল্টাতে চাই না।”
চলতি মৌসুম শেষে বায়ার্নের সঙ্গে ২৫ বছরের সম্পর্ক ছিন্ন করে নতুন কোনো ঠিকানা খুঁজে নেবেন টমাস মুলার। এই বিশ্বকাপজয়ী তারকা কি শুরুর একাদশে খেলবেন মুসিয়ালার জায়গায়? খুব গভীরে যেতে চাইলেন না কোম্পানি।
“আমি খুব বেশি তথ্য দিতে চাই না। আমরা এরই মধ্যে জামালকে ছাড়া দুটি ম্যাচ খেলেছি। আমরা মৌসুমের শুরুর দিকটাতে নেই, প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা পেছন ফিরে তাকতে পারেন এবং দেখতে পারেন তার বিকল্প হিসেবে আমরা সৃজনশীল সমাধান আমরা বের করেছি।”
“আগামী কালকের ম্যাচে আমাদের কী প্রয়োজন সেটা আমার দেখতে হবে। মুসিয়ালার মতো এক প্রতিভার অভাব পূরণ করা কঠিন। তবে আমরা এটাও চাই, দলের অন্য খেলোয়াড়রা নিজেদের মান দেখাক।”
ক্লাব ছাড়ার ঘোষণা দেওয়া মুলারকে নিয়ে এই মুহূর্তে খুব একটা ভাবতে চান না কোম্পানি। বায়ার্ন কোচ পুরো মনোযোগ দিতে চান ইন্টারের বিপক্ষে পরের ম্যাচে। আর সেটিতে কি খেলার সুযোগ পাবেন ৩৫ বছর বয়সী মুলার?
“না, আমি যথেষ্ট বলেছি। আসুন ঘুমাই এবং আগামী কাল দেখি কে থাকবে শুরুর একাদশে।”