আইপিএল
২০১৫ সালের পর প্রথমবারের মতো ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিকদের হারাতে পারল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
Published : 08 Apr 2025, 12:50 AM
আইপিএলের চলতি আসরে যেন উড়ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দারুণ পথ চলায় তারা অবসান ঘটিয়েছে দীর্ঘ এক খরার। প্রায় ১০ বছরের মধ্যে প্রথমবারের মতো ওয়াংখেড়ে স্টেডিয়ামে তারা জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে।
আইপিএলে সোমবার জমজমাট লড়াইয়ে ১২ রানের জয় পেয়েছে বেঙ্গালুরু। ২২২ রানের লক্ষ্য দিয়ে টুর্নামেন্টের সফলতম দল মুম্বাইকে তারা থামিয়ে দিয়েছে ২০৯ রানে।
২০১৫ সালে সবশেষ ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাইয়ের বিপক্ষে জিতেছিল বেঙ্গালুরু। পরের সব ম্যাচেই তাদের সঙ্গী হয়েছিল হারের হতাশা।
বেঙ্গালুরুর বর্তমান দলের কেবল একজনই ছিলেন সেই ম্যাচে, ভিরাট কোহলি। দুই ছক্কা ও আট চারে ৬৭ রান করে তিনিই সর্বোচ্চ রান সংগ্রাহক।
৩২ বলে ৬৪ রানের খুনে ইনিংস খেলেছেন অধিনায়ক রজত পাতিদার। চার ছক্কা ও দুই চারে ১৯ বলে অপরাজিত ৪ রানের দুর্দান্ত ক্যামিও উপহার দিয়েছেন জিতেশ শার্মা।
তিন মাস পর এই ম্যাচ দিয়ে ক্রিকেটে ফেরা জাসপ্রিত বুমরাহ ৪ ওভারে ২৯ রান দিয়ে উইকেটশূন্য। দুই দল মিলিয়ে কেবল তিনিই ওভার প্রতি আটের নিচে রান দিয়েছেন।
২০১৫ সালের ম্যাচে বুমরাহর সঙ্গে মুম্বাই দলে ছিলেন রোহিত শার্মা ও হার্দিক পান্ডিয়াও।
ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে বদলি নেমে তেমন কিছু করতে পারেননি রোহিত। ৯ বলে ১৭ রান করে দ্বিতীয় ওভারে ফেরেন তিনি।
৪৫ রানে ২ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ঝড় তোলেন হার্দিক পান্ডিয়া। ১৫ বলে খেলেন ৪২ রানের টর্নেডো ইনিংস। তিলাক ভার্মা চারটি করে ছক্কা ও চারে ২৯ বলে করেন ৫৬ রান।
তবে এরপরও হার এড়াতে পারেনি মুম্বাই। শেষের দারুণ বোলিং আর ফিল্ডিংয়ে জমে যাওয়া ম্যাচে জয় খরা কাটায় বেঙ্গালুরু।
চলতি আসরে চার ম্যাচে এটি কোহলিদের তৃতীয় জয়। দিল্লি ক্যাপিটালস ও গুজরাট টাইটান্সের সমান পয়েন্ট হলেও রান রেটে পিছিয়ে বেঙ্গালুরু আছে তিনে।