ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে এ আগেও দুদফা সংঘর্ষ হয়। নিহত ব্যক্তি তিন মাস আগে স্পেন থেকে দেশে আসেন।
Published : 07 Apr 2025, 11:37 PM
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের রায়পুরে কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে বিএনপির এক কর্মী নিহত হয়েছেন।
সোমবার বিকালে এ সংঘর্ষের সময় অন্তত ১৫ জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করার খবর এসেছে। হামলা-ভাঙচুর ও লুটপাট করা হয়েছে তিনটি বসতবাড়িতে।
নিহত সাইজ উদ্দিন দেওয়ান (৪০) উত্তর চরবংশী ইউনিয়নের চরঘাষিয়া গ্রামের বাসিন্দা। তিনি তিন মাস আগে স্পেন থেকে দেশে আসেন।
রায়পুরের উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের বেঁড়ি ও বাবুরহাট এলাকায় সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কথা বলেছেন সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মো. জামিলুল হক। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে বিএনপি নেতা ও পুলিশ জানায়, এলাকায় আধিপত্য আধিপত্য বিস্তার করা নিয়ে কৃষকদল নেতা শামীম গাজী ও ফারুক কবিরাজের অনুসারী হিসেবে পরিচতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ফারুক গাজীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সাইজ উদ্দিনসহ আরও কয়েকজন আহন হন।
সংঘর্ষের সময় বিল্লাল মাঝি, আবু তাহের মাঝি, জিহাদ হোসাইনের বসতবাড়িতে অপর পক্ষের অনুসারীরা ভাঙচুর ও লুটপাট করে বলে অভিযোগ করা হয়।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় বলেন, হাসপাতালে আনার আগেই এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বাম পায়ে জখমের চিহ্ন রয়েছে।
অন্য আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও ঢাকায় নেওয়ার তথ্য দেন তারা।
স্থানীয় বিএনপির নেতারা বলেন, সরকারের পতনের পর উত্তর চরবংশী ইউনিয়নে উপজেলা কৃষকদলের সদস্য সচিব জিএম শামীম ও উপজেলা বিএনপির সদস্য ফারুক কবিরাজের লোকজনের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এর জের ধরে আগেও দুই দফায় শামীম ও ফারুকের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ওই ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ সব অঙ্গসংগঠনের কার্যক্রম বিলুপ্ত করা হয়।
রায়পুর উপজেলা বিএনপি আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু বলেন, ৩ মাস আগে আধিপত্য নিয়ে সংঘর্ষের ঘটনায় ওই ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের কার্যক্রম স্থগিত করা হয়। এখন আবার সংঘর্ষে এক বিএনপিকর্মী মারা গেছেন।