Published : 29 Apr 2025, 06:21 PM
প্রাতিকা রাওয়ালের ব্যাটে রানের জোয়ার চলছেই। টানা পাঁচ ইনিংসে পঞ্চাশ স্পর্শ করেছেন তিনি। দুর্দান্ত এই পথচলায় প্রায় ২৮ বছরের পুরোনো একটি রেকর্ড ভেঙে দিয়েছেন ভারতীয় ওপেনার।
মেয়েদের ওয়ানডেতে দ্রুততম পাঁচশ রানের রেকর্ড এখন রাওয়ালের। ২৪ বছর বয়সী ক্রিকেটার ভেঙে দিয়েছেন ইংল্যান্ডের কিংবদন্তি ব্যাটার ও বর্তমানে দলটির কোচ শার্লট এডওয়ার্ডসের রেকর্ড।
ত্রিদেশীয় সিরিজে মঙ্গলবার কলম্বোয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯১ বলে ৭৮ রানের ইনিংস খেলার পথে ধরা দেয় রাওয়ালের এই অর্জন।
তিনি পাঁচশ রানের ঠিকানায় পৌঁছালেন ক্যারিয়ারের প্রথম ৮ ইনিংসেই। ১৯৯৭ সালে এডওয়ার্ডস রেকর্ডটি গড়েছিলেন ৯ ইনিংসে।
নারী-পুরুষ মিলিয়ে ওয়ানডেতে রাওয়ালের চেয়ে দ্রুততায় পাঁচশ রানের মাইলফলক ছুঁতে পারেন কেবল একজন, দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ইয়ানেমান মালানের লেগেছিল সাত ইনিংস।
৮ ইনিংসে রাওয়াল ৫৭২ রান করেছেন ৮১.৭১ গড় আর ৯২.৭১ স্ট্রাইক রেটে। একটি সেঞ্চুরির পাশে ফিফটি আছে পাঁচটি। ‘প্লেয়ার অব দা ম্যাচ’ হয়েছেন তিনবার, ‘প্লেয়ার অব দা সিরিজ’ একবার।
মেয়েদের ওয়ানডেতে দ্রুততম এক হাজার রানের রেকর্ডের পথেও বেশ ভালোভাবেই আছেন তিনি। ২৩ ইনিংসে এই মাইলফলক ছুঁয়ে রেকর্ডটি এখন অস্ট্রেলিয়ার লিন্ডসে রিলারের। ছেলেদের ওয়ানডেতে পাকিস্তানের ফাখার জামান রেকর্ডটি গড়েন ১৮ ইনিংসে।
ভারতের হয়ে এখন পর্যন্ত শুধু ওয়ানডেতেই খেলেছেন রাওয়াল। গত ডিসেম্বরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে অভিষেক হয় তার। ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করা ওই সিরিজে তিন ম্যাচে তার ব্যাট থেকে আসে ৪০, ৭৬ ও ১৮ রান।
তার সেরাটা দেখা যায় পরের সিরিজে। ঘরের মাঠেই আয়ারল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে জেতা সিরিজে তিন ম্যাচে করেন ৮৯, ৬৭ ও ১৫৪। মোট ৩১০ রান করে ‘প্লেয়ার অব দা সিরিজ’ হন তিনি।
সেই ছন্দ ধরে রেখে চলতি ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে গত রোববার শ্রীলঙ্কার বিপক্ষে ১৪৮ রানের লক্ষ্য তাড়ায় অপরাজিত ৫০ রানের ইনিংসে দলকে জেতান তিনি।
সাত ইনিংসে ৪৯৪ রান নিয়ে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট করতে নামেন রাওয়াল। ম্যাচের চতুর্থ ওভারে পাঁচশ রানে পৌঁছে রেকর্ড বইয়ে নাম তোলেন তিনি।
তার টানা পঞ্চম পঞ্চাশ ছোঁয়া ইনিংস শেষ হয় ৩১তম ওভারে বোল্ড হয়ে। ৭ চার ও ১ ছক্কায় গড়া ৭৮ রানের ইনিংসটি।
মেয়েদের ওয়ানডেতে তার চেয়ে টানা বেশি ইনিংসে পঞ্চাশ ছোঁয়ার নজির আছে কেবল চার জনের। শার্লট এডওয়ার্ডস, লিন্ডসে রিলার ও এলিস পেরির আছে টানা ছয় ইনিংসে আর টানা সাত ইনিংসে আছে মিতালি রাজের।
তাদের ধরে ফেলার হাতছানি এখন রাওয়ালের সামনে।