প্রবল সমালোচনা ও বিতর্কের পর জানানো হলো, আইপিএলে চেন্নাই সুপার কিংসের ম্যাচের আগে ও পরে আলোচনা থাকবে না রাভিচান্দ্রান অশ্বিনের ইউটিউব চ্যানেলে।
Published : 07 Apr 2025, 01:16 PM
এবারের আইপিএলের বাকি সময়টায় চেন্নাই সুপার কিংসের ম্যাচের আগে ‘প্রিভিউ’ ও ম্যাচের পর ‘রিভিউ’ ধরনের কোনো আলোচনা থাকবে না রাভিচান্দ্রান অশ্বিনের ইউটিউব চ্যানেলে। দল নির্বাচন ও বিভিন্ন কিছু নিয়ে আলোচনার প্রেক্ষিতে তুমুল বিতর্কের পর চেন্নাইয়ের এই স্পিনারের চ্যানেল থেকে এই ঘোষণা দেওয়া হয়।
অশ্বিনের চ্যানেলের অ্যাডমিনের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।
“গত সপ্তাহে এই ফোরামে আলোচনার যে ধরন ছিল, সেখান থেকে আমরা সচেতন হয়েছি যে, কীভাবে অনেক কিছু অনেকে ধরে নিতে পারেন। আমরা তাই মৌসুমের বাকিটুকুতে চেন্নাইয়ের ম্যাচের প্রিভিউ ও রিভিউ কাভার করা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”
“আমাদের অনুষ্ঠানে দৃষ্টিভঙ্গি ও মতামতের বৈচিত্রকে আমরা মূল্য দেই এবং এখানকার আলোচনা যেন আমাদের প্রতিষ্ঠিত এই প্ল্যাটফর্মের সততা ও লক্ষ্যের প্রতি সৎ থাকতে পারে, সেটি নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। অনুষ্ঠানে আমাদের অতিথিদের মতামতে অশ্বিনের ব্যক্তিগত অভিমতের প্রতিফলন নেই।”
এবারের আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলছেন অশ্বিন। তার ইউটিউব চ্যানেলে অন্যান্য সব ম্যাচের মতো চেন্নাইয়ের ম্যাচের বিশ্লেষণও চলছিল। এটা নিয়ে নানারকম আলোচনা-সমালোচনা হচ্ছিল সামাজিক মাধ্যমে। গত সপ্তাহে অ্যানালিস্ট প্রাসান্না আগোরামের একটি মতামত ঘিরে বিতর্ক ছড়িয়ে পড়ে প্রবলভাবে।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার লেভেল ৩ কোর্স করা কোচ হলেও ক্রিকেট বিশ্বে আগোরাম আলাদা পরিচিতি গড়েছেন অ্যানালিস্ট হিসেবে। দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের পাশাপাশি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অ্যানালিস্ট হিসেবে কাজ করেছেন তিনি ১১ বছর। ভারতীয় হকি দলেও কাজ করেছন বছর দুয়েক। অশ্বিনের চ্যানেলে তার উপস্থিতি নিয়মিতই।
আগোরাম কয়েকদিন আগে চেন্নাইয়ের এক ম্যাচে দল নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেন। একাদশে অশ্বিন ও রাভিন্দ্রা জাদেজা থাকার পরও আফগান স্পিনার নূর আহমাদকে দলে নেওয়ার সমালোচনা করে তিনি বলেন, এই স্পিনারের বদলে আরেকজন ব্যাটসম্যান নিলে ভালো হতো।
সামাজিক মাধ্যমে প্রবল সমালোচনার পর এই ভিডিও সরিয়ে নেওয়া হয়। চেন্নাই চলতি মৌসুমের শুরুটা করেছে বাজে। সেই ২০০৮ সালের পর প্রথমবার ঘরের মাঠে হেরেছে তারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে, ২০১০ সালের পর প্রথমবার ঘরের মাঠে হেরেছে দিল্লি ক্যাপিটালসের কাছে। চার ম্যাচে এক জয় নিয়ে তলানি থেকে দুইয়ে আছে দলটি।
তবে যাকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন আগোরাম, সেই নূর দারুণ সফল । চার ম্যাচে ১০ উইকেট নিয়ে এখনও পর্যন্ত আসরের সর্বোচ্চ উইকেট শিকারি এই বাঁহাতি রিস্ট স্পিনার। অশ্বিন ও জাদেজা মিলে সেখানে নিয়েছেন স্রেফ চার উইকেট।
এসব নিয়ে সমালোচনার মাত্রা এতটাই ছিল যে, চেন্নাই কোচ স্টিভেন ফ্লেমিংয়ের সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়, অশ্বিনের চ্যানেলের আলোচনার প্রভাব দলে পড়ছে কি না। ফ্লেমিং অবশ্য তা উড়িয়ে দেন।
“আমার কোনো ধারণাই নেই এসব নিয়ে। এটাও তো জানি না যে, তার কোনো চ্যানেল আছে। এসব কিছু আমি অনুসরণ করি না। এগুলো অপ্রাসঙ্গিক।”
আইপিএলের সফলতম দল চেন্নাইয়ের সাফল্যের বড় একটি কারণ বরাবরই মনে করা হয়েছে তাদের দল নির্বাচনের ধারাবাহিকতা ও দলের স্থিতিশীলতা। তবে এবার চার ম্যাচে ১৭ জন ক্রিকেটার মাঠে নামিয়েছে তারা, সাত বিদেশি ক্রিকেটারের সবাই খেলে ফেলেছেন। এটাও বেশ আলোচনার জন্ম দিয়েছে।
গত ডিসেম্বরে আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও আইপিএল খেলে যাচ্ছেন অশ্বিন। ক্রিকেট মাঠে অনেক রেকর্ডের জন্ম দেওয়া অফ স্পিনার ইউটিউব চ্যানেল চালু করেছেন বেশ কয়েক বছর আগেই। বরাবরই ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্ক ও বিশ্লেষণী ক্ষমতার জন্য পরিচিত এই ক্রিকেটারের চ্যানেল জনপ্রিয়তা প্রায় দ্রুতই। এখন তার চ্যানেলের সাবস্ক্রাইবার ১৬ লাখ ৬০ হাজারের বেশি।