“বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
Published : 10 Apr 2025, 03:45 PM
দিনাজপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই কর্মকর্তা।
বৃস্পতিবার ভোর ৫টায় লাগা এ আগুন এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে বলে দিনাজপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ওবাইদুল ইসলাম জানান।
তিনি বলেন, তাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় চতুর্থ তলায় আটকা পড়া দুই কর্মকর্তাকে জানালার গ্রিল কেটে উদ্ধার করা হয়। তবে তারা সামান্য আহত হয়েছেন।
উদ্ধার দুই কর্মকর্তা হলেন- বিআইডাব্লিউটির রংপুর অঞ্চলের সহকারী পরিচালক রবিউল ইসলাম ও দিনাজপুর এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী মুন্নাফ হোসেন।
ভবনের দ্বিতীয় তলায় বৈদ্যুতিক বোর্ড থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস কর্মকর্তা ওবাইদুল ইসলামের ধারণা।
দিনাজপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশরী মাসুদুর রহমান বলেন, ভবনের দ্বিতীয় তলায় আগুনের ঘটনা ঘটে। এতে অফিসের কিছু ফাইপত্র পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
কি ধরনের নথিপত্র পুড়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ক্ষয়ক্ষতির নিরুপনের কাজ চলছে বলে তিনি জানান।