হামাস তাদের নিহত যোদ্ধাদের যে সংখ্যা ইসরায়েল উপস্থাপন করেছে তা প্রত্যাখ্যান করে বলেছে, যুদ্ধ ‘জয়ের মিথ্যা দাবি’ করতেই এমনটি বলছে তারা।
Published : 11 Mar 2024, 10:27 AM
গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের মধ্যে অন্তত ১৩০০০ ‘সন্ত্রাসী’ আছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ইসরায়েলের আক্রমণ সম্প্রসারিত করা হামাসকে পরাজিত করতে মূল ভূমিকা রাখবে বলেও দাবি করেছেন তিনি।
রোববার জার্মানির গণমাধ্যম কোম্পানি অ্যাক্সেলস্ প্রিংয়াকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন নেতানিয়াহু। অনলাইন সংবাদপত্র পলিটিকো ও জার্মানির বিড সংবাদপত্র এবং সম্প্রচারমাধ্যম ভেট টিভির মালিক কোম্পানি অ্যাক্সেলস্ প্রিংয়া।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের এক নজিরবিহীন আক্রমণের মধ্যে দিয়ে গাজা যুদ্ধের সূচনা হয়। তারপর থেকে গাজায় পাঁচ মাস ধরে চলা ইসরায়েলের নির্বিচার হামলায় প্রায় ৩১০০০ ফিলিস্তিনি নিহত হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত বেসামরিক আর হামাসের যোদ্ধাদের সংখ্যা আলাদাভাবে উল্লেখ করেনি। শুধু বলেছে, নিহতদের মধ্যে ৭২ শতাংশ নারী ও শিশু।
রয়টার্স জানিয়েছে, হামাস তাদের নিহত যোদ্ধাদের যে সংখ্যা ইসরায়েল উপস্থাপন করেছে তা প্রত্যাখ্যান করে বলেছে, যুদ্ধ ‘জয়ের মিথ্যা দাবি’ করতেই এমনটি বলছে তারা।
বিড সংবাদপত্রের দেওয়া উদ্ধৃতিতে নেতানিয়াহু বলেছেন, “আমরা জয়ের খুব কাছে আছি। রাফায় সন্ত্রাসীদের ব্যাটেলিয়নগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর এটি মাত্র কয়েক সপ্তাহের ব্যাপার হবে।”
রাফা থেকে ব্যাপকভাবে বেসামরিকদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা তৈরি করা ছাড়া শহরটিতে বড় ধরনের আক্রমণ শুরু না করতে নেতানিয়াহুর প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার সহযোগীরা।
ইসরায়েলের হামলার মুখে গাজার ২৩ লাখ বাসিন্দার অর্ধেকেরও বেশি এখন রাফায় আশ্রয় নিয়ে আছে।
গাজায় ইসরায়েলের অভিযান একটি ‘রেড লাইন’ হবে কি না, এমন প্রশ্নে শনিবার বাইডেন বলেছেন, “এটি একটি রেড লাইন, তবে আমি কখনোই ইসরায়েলকে ত্যাগ করবো না। ইসরায়েলের প্রতিরক্ষা এখনও সংকটজনক (অবস্থায় আছে) । তাই কোনো রেড লাইন হবে না, (যেখানে) আমি সব অস্ত্র দেওয়া বন্ধ করে দেবো আর তাদের নিজেদের রক্ষার জন্য কোনো আয়রন ডোম থাকবে না।”
ইসরায়েলের বাহিনী রাফায় অভিযান চালাবে, এমনটি জানিয়ে নেতানিয়াহু বলেছেন, “আপনারা জানেন, আমার একটি রেড লাইন আছে। এই রেড লাইন কী আপনারা জানেন, সেটা হচ্ছে ৭ অক্টোবর আর হবে না। আর কখনোই হবে না।”
হামাসের ব্যাটেলিয়নগুলোর তিন চতুর্থাংশ ধ্বংস হয়ে গেছে আর এখন আক্রমণ থামিয়ে দিলে গোষ্ঠীটিকে শুধু পুনর্গঠনের সুযোগ দেওয়া হবে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী, জানিয়েছে বিড।
আরও পড়ুন:
পশ্চিম তীরে ইসরায়েলি বসতি ‘রেকর্ড পরিমাণে বেড়েছে’
গাজায় সমুদ্রপথে ত্রাণ করিডোর চালু হতে পারে রোববারের মধ্যে: ইইউ