বেলুচিস্তানে পুলিশ লাইনসের কাছে বিস্ফোরণে আহত অন্তত ৫

পেশোয়ারে পুলিশ লাইনসের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ৮০ জন নিহত হওয়ার কয়েকদিনের মাথায় এ বিস্ফোরণের খবর এলো।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2023, 10:06 AM
Updated : 5 Feb 2023, 10:06 AM

পাকিস্তানের বেলুচিস্তানে কোয়েটায় পুলিশ লাইনসের কাছে এক বিস্ফোরণে অন্তত পাঁচজন আহত হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারী কর্মকর্তারা।

আহতদের কোয়েটা সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, ডনকে বলেছেন উদ্ধার অভিযানের নেতৃত্বে থাকা ইধি ফাউন্ডেশনের কর্মী জিশান আহমেদ।

বিস্ফোরণস্থলে পুলিশ ও জরুরি বিভাগের একাধিক দল পৌঁছেছে এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে রেখেছেন, জানিয়েছেন জিশান।

পুলিশ এখনও এ ঘটনা নিয়ে কিছু বলেনি, বিস্ফোরণের ধরনও তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি।

বেআইনিঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) রোববার এক বিবৃতিতে দায় স্বীকার করে বলেছে, নিরাপত্তা কর্মকর্তারা তাদের এবারের হামলার লক্ষ্য ছিল।

পেশোয়ারে পুলিশ লাইনসের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ৮০ জন নিহত হওয়ার কয়েকদিনের মাথায় রোববার কোয়েটায় এ বিস্ফোরণ হল।

টিটিপির এক কমান্ডার প্রাথমিকভাবে ওই হামলারও দায় স্বীকার করেছিলেন। তবে পরে গোষ্ঠীটি দাবি করে, পেশোয়ারে হামলায় তাদের সংশ্লিষ্টতা নেই।

পাকিস্তান তালেবান নামে পরিচিত এই জঙ্গি গোষ্ঠীর সঙ্গে ইসলামাবাদ সরকারের যুদ্ধবিরতি নভেম্বরে শেষ হওয়ার পর থেকে দেশটিতে সন্ত্রাসী হামলা বৃদ্ধি পেয়েছে।

সেসব হামলার পেছনে টিটিপি বা তাদের সমর্থিত কোনো অংশই আছে বলে ধারণা পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলোর।