জাতিসংঘের মাদক ও অপরাধ সংক্রান্ত দপ্তরের তথ্য অনুযায়ী বিশ্বের তীব্রতম মাদকাসক্তির সমস্যার মধ্যে থাকা দেশগুলোর মধ্যে ইরান অন্যতম।
Published : 03 Nov 2023, 02:48 PM
ইরানের উত্তরাঞ্চলে এক মাদক নিরাময় কেন্দ্রে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন বলে শুক্রবার ইরানের গণমাধ্যম জানিয়েছে।
আধা-স্বায়ত্তশাসিত বার্তা সংস্থা ফারস কাস্পিয়ান সাগরের তীরবর্তী প্রদেশ গিলানের ডেপুটি গভর্নরকে উদ্ধৃত করে জানিয়েছে, লাঙ্গারুদ জেলার আফিম পুনর্বাসন শিবিরের একটি হিটার থেকে আগুনের সূত্রপাত হয়ে পুরো কেন্দ্রজুড়ে ছড়িয়ে পড়ে বলে প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়া গেছে।
বার্তা সংস্থা তাসনিম বলেছে, “আগুন লাগার কারণ সুনির্দিষ্টভাবে বের করতে কেন্দ্রটির ব্যবস্থাপক ও অন্য সম্ভাব্য দোষীদের গ্রেপ্তার করা হয়েছে।”
রয়টার্স জানিয়েছে, জাতিসংঘের মাদক ও অপরাধ সংক্রান্ত দপ্তরের তথ্য অনুযায়ী বিশ্বের তীব্রতম মাদকাসক্তির সমস্যার মধ্যে থাকা দেশগুলোর মধ্যে ইরান অন্যতম।
আফগানিস্তান থেকে ইউরোপে আফিম ও হেরোইন চোরাচালানের প্রধান রুট ইরানের মধ্য দিয়ে গিয়েছে।