গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে আঞ্চলিক সমর্থন গড়ে তুলতে ‘জরুরি আরব সম্মেলনের’ আয়োজন হচ্ছে।
Published : 09 Feb 2025, 04:06 PM
ফিলিস্তিনিদের জন্য গুরুতর পরিস্থিতি তৈরি হওয়ায় তা নিয়ে আলোচনার জন্য ২৭ ফেব্রুয়ারি মিশরে আরব রাষ্ট্রগুলোকে নিয়ে এক জরুরি সম্মেলন অনুষ্ঠিত হবে।
রোববার এক বিবৃতিতে এমনটি জানিয়েছে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ফিলিস্তিনের ছিটমহল গাজার ফিলিস্তিনিদের প্রতিবেশী মিশর ও জর্ডানে পাঠিয়ে দিয়ে যুক্তরাষ্ট্র সমুদ্র তীরবর্তী ভূখণ্ডটির দখল নিয়ে সেখানে ‘মধ্যপ্রাচ্যের রিভিয়েরা’ গড়ে তুলবে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এমন পরিকল্পনা জানানোর পর ফিলিস্তিনি ভূখণ্ডটির ভবিষ্যৎ নিয়ে মধ্যপ্রাচ্যজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে।
ট্রাম্পের প্রস্তাবের বিরুদ্ধে আঞ্চলিক সমর্থন গড়ে তুলতে ‘জরুরি আরব সম্মেলনের’ আয়োজন হচ্ছে বলে খবর আন্তর্জাতিক গণমাধ্যমের।
আরব রাষ্ট্রগুলোর পাশাপাশি বিশ্বের বিভিন্ন রাষ্ট্র ট্রাম্পের ওই প্রস্তাবের নিন্দা করে ফিলিস্তিন সমস্যার দ্বিরাষ্ট্রীক সমাধানের পক্ষে তাদের সমর্থন তুলে ধরেছে।
মিশরের মন্ত্রণালয়টির বিবৃতিতে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ফিলিস্তিন এ সম্মেলনের অনুরোধ জানিয়েছে। এই অনুরোধ পেয়ে মিশর আরব দেশগুলোর শীর্ষ পর্যায়গুলোর সঙ্গে ‘বিস্তারিত পরামর্শ করার পর’ এই সম্মেলনের ডাক দিয়েছে।
আরব লীগের বর্তমান সভাপতি বাহরাইন এই প্রক্রিয়া সমন্বয় করছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
শুক্রবার মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দেলাত্তি আঞ্চলিক মিত্র জর্ডান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে উচ্ছেদের যে কোনো প্রচেষ্টার বিরোধিতা করার বিষয়ে আলোচনা করেন।
আরও পড়ুন: