ইরানের ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর অক্টোবরে মার্কিন সামরিক বাহিনীর এই অত্যাধুনিক ব্যবস্থাটি ইসরায়েলে মোতায়েন করা হয়।
Published : 28 Dec 2024, 04:04 PM
ইয়েমেন থেকে ইসরায়েলের উদ্দেশ্যে ছোড়া হুতিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করেছে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা থাড।
শুক্রবার স্থানীয় সময় ভোররাতে ছোড়া ওই ক্ষেপণাস্ত্র প্রতিরোধে প্রথমবারের মতো ইসরায়েলে মোতায়েন মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটারিটি ব্যবহৃত হলো। ইরানের ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর অক্টোবরে মার্কিন সামরিক বাহিনীর এই অত্যাধুনিক ব্যবস্থাটি ইসরায়েলে মোতায়েন করেন যুক্তরাষ্ট্র প্রসিডেন্ট জো বাইডেন।
ক্ষেপণাস্ত্র প্রতিরোধের বিষয়ে জ্ঞাত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে জানান, হুতিদের ক্ষেপণাস্ত্রটিকে প্রতিরোধের চেষ্টায় টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেম (টিএইচএএডি বা থাড) ব্যবহার করা হয়েছে এবং একটি বিশ্লেষণে থাডের সফলতা নিশ্চিত হয়েছে।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, সামাজিক মাধ্যমে আসা ফুটেজে থাড সিস্টেমকে একটি প্রতিরোধক ছুড়তে দেখা গেছে।
“এর জন্য আমি ১৮ বছর ধরে অপেক্ষা করছিলাম,” ওই ক্লিপে একজন মার্কিন সেনাকে এমনটি বলতে শোনা যায়।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) শুক্রবার শুধু বলেছে, বিমান প্রতিরক্ষা বাহিনী হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করেছে।
কিন্তু ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি না মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটারি ব্যবহার করে প্রতিরোধ করা হয়েছে তা নির্দিষ্ট করে জানায়নি তারা। এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে পেন্টাগনও সাড়া দেয়নি।
তেল আবিবভিত্তিক ওয়াল্লা নিউজ সাইটকে ইসরায়েলি এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, থাড হুতিদের ক্ষেপণাস্ত্রটিকে প্রতিরোধ করেছে।
ভোররাতে ক্ষেপণাস্ত্র হামলা হওয়ার পর শুক্রবার সন্ধ্যায় ইরান সমর্থিত হুতিরা জানায়, ইয়েমেনের রাজধানী সানায় নতুন করে বিমান হামলা চালানো হয়েছে। ‘মার্কিন-ব্রিটিশ আগ্রাসীরা’ এই হামলা চালিয়েছে।
কিন্তু কারা এই হামলা চালিয়েছে তা পরিষ্কার হয়নি; কারণ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ হামলার বিষয়ে কোনো মন্তব্য আসেনি।
শুক্রবার ভোররাতে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলাটি ছিল গত আট দিনে ইসারায়েলে পঞ্চম আক্রমণের ঘটনা। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্যস্থল করে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছিল বলে দাবি হুতিদের।
এ ক্ষেপণাস্ত্র আক্রমণের সময় ইসরায়েলের মধ্যাঞ্চলের বিশাল একটি এলাকাজুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। ইসরায়েলের মেগান ডেডিভ আদম অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে তাড়াহুড়া করে আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় ১৮ জন সামান্য আঘাত পেয়ে আহত হয়েছেন আর তীব্র আতঙ্কে দুইজন অসুস্থ হয়ে পড়েছেন।
מערכת ה- THAAD האמריקנית לקחה חלק ביירוט הטיל הבליסטי ששוגר אמש מתימן. אפשר לשמוע את אחד החיילים האמריקניים מתרגש "18 שנים חיכיתי לזה" pic.twitter.com/s4VoMfMhaF
— איתי בלומנטל 🇮🇱 Itay Blumental (@ItayBlumental) December 27, 2024
আরও পড়ুন:
ইয়েমেনজুড়ে ইসরায়েলি হামলা, হুতি অবকাঠামো ধ্বংসের অঙ্গীকার