ইউক্রেইনের সঙ্গে যুদ্ধ শুরু করার পর থেকে হিজবুল্লাহর পৃষ্ঠপোষক ইরানের সঙ্গে সম্পর্ক গভীর করে তুলেছে রাশিয়া।
Published : 24 Sep 2024, 04:49 PM
লেবাননে ইসরায়েলের হামলা মধ্যপ্রাচ্যকে পুরোপুরি অস্থিতিশীল করে তোলার ও পুরো অঞ্চলজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার সম্ভাবনা রাখে বলে সতর্ক করেছে ক্রেমলিন।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে লেবাননে ইসরায়েলের হামলা নিয়ে প্রশ্নে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেন, “এটি এমন একটি ঘটনা যা এই সংঘাতের সম্ভাব্য বিস্তৃতি বিবেচনায় অত্যন্ত বিপজ্জনক, এটি ওই অঞ্চলকে পুরোপুরি অস্থিতিশীল করে তুলতে পারে। অবশ্যই এটি আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়।”
সোমবার লেবাননজুড়ে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় অন্তত ৪৯২ জন নিহত হয়। কয়েক দশকের মধ্যে এটি লেবাননের সবচেয়ে প্রাণঘাতী দিন। এর পরদিন মঙ্গলবার ইসরায়েল ফের দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যস্থলগুলোতে হামলা চালিয়েছে, জবাবে ইরান সমর্থিত গোষ্ঠীটি ইসরায়েলের উত্তরাঞ্চলে দেশটির সামরিক স্থাপনাগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
ইউক্রেইনের সঙ্গে যুদ্ধ শুরু করার পর থেকে হিজবুল্লাহর পৃষ্ঠপোষক ইরানের সঙ্গে সম্পর্ক গভীর করে তুলেছে রাশিয়া। এর সমানুপাতে মস্কো গাজায় ইসরায়েলের বোমা হামলা ও তাতে বেসামরিকদের মৃত্যু নিয়েও প্রশ্ন তুলেছে, ফলে ইসরায়েলের সঙ্গে রাশিয়ার সম্পর্কের অবনতি হয়েছে।