ক্ষমতা দখলের পর থেকে এবারই প্রথম প্রভাবশালী প্রতিবেশী দেশটিতে যাচ্ছেন মিয়ানমারের শীর্ষ জেনারেল মিং অং হ্লাইং।
Published : 04 Nov 2024, 01:45 PM
মিয়ানমারের জান্তা প্রধান মিং অং হ্লাইং দুটি আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে চলতি সপ্তাহে চীনে যাচ্ছেন।
২০২১ সালে ক্ষমতা দখলের পর থেকে এবারই প্রথম প্রভাবশালী প্রতিবেশী দেশটিতে যাচ্ছেন মিয়ানমারের এ শীর্ষ জেনারেল।
ওই বছরের প্রথমদিকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক বাহিনী। তারপর থেকে দেশটিতে অস্থিরতা বিরাজ করছে। মিয়ানমার ও চীনের সীমান্ত বরাবার অঞ্চলসহ দেশটির বিভিন্ন অংশে সরকার বিরোধীরা সংখ্যালঘু নৃগোষ্ঠীগুলোর প্রতিষ্ঠিত অপেশাদার সেনাবাহিনীর সঙ্গে মিলে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছে। এই বিদ্রোহীরা দেশটির বড় একটি অংশের নিয়ন্ত্রণ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে।
সোমবার দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, ৬ থেকে ৭ নভেম্বর মিং অং হ্লাইং চীনের কুনমিংয়ে `গ্রেট মেকং সাবরিজিয়ন’ এবং ‘ইরাবতী-চাও ফ্রায়া-মেকং ইকোনমিক কোঅপারেশন স্ট্র্যাটেজি’ (এসিএমইসিএস) সম্মেলনে উপস্থিত থাকবেন। এর পাশাপাশি তিনি কম্বোডিয়া, লাওস ও ভিয়েতনামের সঙ্গে একটি বৈঠকে যোগ দেবেন।
সফরে তিনি চীনের কর্তৃপক্ষের সঙ্গেও বৈঠক এবং আলোচনা করবেন বলে গণমাধ্যমটি জানিয়েছে।