ঘটনাটি ঘটেছে ভারতের আসামের মরিগাঁও জেলার পবিতোরা বন্যপ্রাণী অভয়ারণ্যের কাছে।
Published : 30 Sep 2024, 07:02 PM
ভারতের আসাম রাজ্যে লোকালয়ে ঢুকে তাণ্ডব চালাল একটি গন্ডার। শুক্রবার এক মোটরসাইকেল আরোহীকে তাড়া করে থেঁতলে মেরে ফেলেছে গন্ডারটি।
ওই সময় কিছু দূরে আরও কয়েকজন ছিলেন। তারা চিৎকার করলেও পিছু হটেনি গন্ডারটি। ৩৭ বছর বয়সী ওই বাইক আরোহীকে থেঁতলে মারার পর চলে যায় পশুটি।
এনডিটিভি জানায়, ঘটনাটি ঘটেছে আসামের মরিগাঁও জেলার পবিতোরা বন্যপ্রাণী অভয়ারণ্যের কাছে। মর্মান্তিক এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকাই একটি গন্ডার লোকালয়ে ঢুকে পড়ে। গন্ডার দেখে আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। বেশ কয়েকজনকে তাড়া করে গন্ডারটি।
প্রাণীটির তাড়া খেয়ে কয়েক জন পড়ে আহত হন। তাদের মধ্য দু’জন গুরুতর জখম হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
গ্রামবাসী গন্ডারের হামলার খবর বনদফতরকে জানালে তাদের কর্মীরা তড়িঘড়ি করে মরিগাঁওয়ে পৌঁছান।
প্রথমে তারা গন্ডারটিকে ধরার চেষ্টা করেও ব্যর্থ হয়। গন্ডারটি লোকালয়ে দাপিয়ে বেড়ানোর কারণে ধরতে হিমশিম খেতে হয় বনকর্মীদের।
ডিভিশনাল ফরেস্ট অফিসার সুশীল কুমার ঠাকুরিয়া এবং আরও এক বনকর্মী গন্ডারের হামলায় গুরুতর আহত হন। বর্তমানে তারা দুজন হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছেন।
এই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে।
সেখানে দেখা গেছে, গন্ডারের ভয়ে দৌড়ে পালাচ্ছে লোকজন। কেউ দোকানে, কেউ বাড়িতে, কেউ বা জঙ্গলে আশ্রয় নেয়। যদিও পরে গন্ডারটিকে ধরেন বনকর্মীরা।
এই প্রথম নয়, এর আগেও গোলাঘাটে লোকালয়ে গন্ডারের হামলার ঘটনা ঘটেছে। গত বছরে গোলাঘাটেই গন্ডারের হামলায় মৃত্যু হয়েছিল ৭৫ বছরের এক বৃদ্ধের। গত বছরের নভেম্বরে কাজিরাঙা জাতীয় উদ্যানে গন্ডারের হামলায় দু’জন গুরুতর জখম হয়েছিলেন।