বার্লিনের কাছে ওলাফের বাড়ির পাশে গত শনিবার দুর্ঘটনাটি ঘটে।
Published : 13 Feb 2024, 10:19 AM
জগিংয়ের সময় পড়ে গিয়ে আহত হলেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস। এক চোখে কালো পট্টি পরা ছবি এক্স প্ল্যাটফর্মে পোস্ট করে তিনি লিখেছেন, “যেমনটি দেখা যাচ্ছে, অবস্থা তার চেয়েও খারাপ। কী মীম হয়, তা দেখার অপেক্ষায় আছি।”
শলৎসের এ ছবি নিয়েই সোশাল মিডিয়ায় চলছে কৌতুক। তাকে ‘জলদস্যু ওলাফ’ আখ্যা দিচ্ছেন কেউ কেউ। জার্মানির কোলন শহরের বার্ষিক উৎসবে আগামী বছর ‘জলদস্যু ওলাফ’বেশে শলৎস হাজির হবেন বলে কৌতুক করেছেন অনেকে। তাকে নিয়ে যত মন্তব্যে এসেছে, তাতে জার্মান ভোটাররা ওলাফের ‘জলদস্যু ভাবমূর্তি’ পছন্দ করছে বলেই মনে করা হচ্ছে।
বার্লিনের কাছে ওলাফের বাড়ির পাশে গত শনিবার দুর্ঘটনাটি ঘটে। তার আঘাত তেমন গুরুতর নয়। তবে ছবিতে ওলাফের চোখের চারপাশে, নাকে ও চিবুকে কালশিরা দেখা গেছে।
সংবাদ সূত্র: বিবিসি।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)