অফুনেতো দাবানল গত তিন দিনে দ্বিগুণেরও বেশি ছড়িয়ে ৩৩ বছরের মধ্যে জাপানের বৃহত্তম দাবানল হয়ে দাঁড়িয়েছে।
Published : 03 Mar 2025, 01:25 PM
জাপানের প্রধান দ্বীপ হনশুর পূর্ব উপকূলে চলমান ভয়াবহ দাবানলে অন্তত একজনের মৃত্যু হয়েছে। ওই এলাকা থেকে হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।
ইওয়াতে প্রিফেকচারের অফুনেতো দাবানল গত তিন দিনে দ্বিগুণেরও বেশি ছড়িয়েছে। রোববার পর্যন্ত দাবানলটির আওতায় চলে গেছে ৪৫০০ একরেরও বেশি এলাকা। এতে আফুনেতো ৩৩ বছরের মধ্যে জাপানের বৃহত্তম দাবানল হয়ে দাঁড়িয়েছে।
জাপানের আগুন ও বিপর্যয় ব্যবস্থাপনা সংস্থা (এফডিএম) জানিয়েছে, বুধবার তারা প্রথম দাবানলটির খবর জানতে পায়, ততক্ষণে এটি প্রায় ৮৪টি বাড়ির ক্ষতি করে ফেলেছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সানরিকু-চো রিওইরিতে একজনের মৃতদেহ পাওয়া গেছে।
কর্মকর্তাদের বরাত দিয়ে ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর ১৩০০ পরিবারের ৩৬০০ জনেরও বেশি সদস্যকে সরিয়ে নেওয়া হয়েছে।
জাপানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এনএইচকে জানিয়েছে, ১২০০ জনেরও বেশি মানুষকে জরুরি আশ্রয় কেন্দ্রগুলোতে ও বেসরকারি সামাজিক স্থাপনাগুলোতে রাখা হয়েছে। জনগণের নিরাপত্তা বিবেচনায় ওই এলাকার স্কুল ও ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
নিজ বাড়ি থেকে পালিয়ে আসা ওই এলাকার ৬৭ বছর বয়সী এক বাসিন্দা বলেন, “এটি আগ্নেয়গিরির বিস্ফোরণের মতো। আগুনের শিখাগুলো প্রবল শক্তি নিয়ে আকাশের দিকে উঠে যাচ্ছে। এটি ভয়ানক।”
সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিগুলোতে দেখা গেছে, বহু বাড়ি আগুনে পুড়ছে, টোকিও থেকে ৪৮০ কিলোমিটার উত্তরপূর্বের ওই অঞ্চলের বেশ কয়েকটি শহর ঘন ধোঁয়ায় ঢেকে গেছে।
আগুন আরও ছড়িয়ে পড়ে উত্তর ও মধ্যঞ্চলীয় সানরিকু-চো রিওইরির পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে।
কর্মকর্তারা জানিয়েছেন, দাবানলের সঙ্গে লড়াই করার জন্য সারা দেশ থেকে প্রায় এক হাজার ৭০০ জন দমকল কর্মীকে সেখানে পাঠানো হয়েছে। প্রবল বাতাস ও শুষ্ক আবহাওয়ার মধ্যে দাবানল দুর্বল হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
জাপান টাইমস জানিয়েছে, ১৯৯২ সালে জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডোর এক দাবানলে ২৫০০ একর এলাকা পুড়ে ছাই হয়েছিল, তারপর থেকে এটিই সবচেয়ে বড় দাবানল।