আবার শুক্রবার দুই ঘণ্টার এক অস্ত্রোপচার হয় ফিকোর, যা তার সেরে ওঠার আশা বাড়িয়েছে।
Published : 18 May 2024, 11:23 PM
হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর অবস্থা স্থিতিশীল; তবে এখনও শঙ্কা কাটেনি বলে তার শারিরিক বিষয়ে সবশেষ তথ্য দিয়েছেন স্লোভাকিয়ার স্বাস্থ্যমন্ত্রী।
যে হাসপাতালে ফিকোর চিকিৎসা চলছে শনিবার সেটির সামনে দেশটির উপপ্রধানমন্ত্রী রবার্ট কালিনাকের উপস্থিতিতে তার স্বাস্থ্যের সবশেষ পরিস্থিতি সংবাদমাধ্যমকর্মীদের ব্রিফ করছিলেন স্বাস্থ্যমন্ত্রী জুজানা দোলিনকোভা।
স্লোভাকিয়ার বানস্কা বিস্ত্রিকা শহরে এফডি রুজভেল্ট ইউনিভার্সিটি হাসপাতালে ফিকোর চিকিৎসা চলছে। ব্রিফিংয়ের সময় হাসপাতালটির পরিচালক মিরিয়াম লাপুনিকোভা সেখানে ছিলেন।
রয়টার্স লিখেছে, শুক্রবার সেখানে দুই ঘণ্টার এক অস্ত্রপচার হয় ফিকোর, যা তার সেরে ওঠার আশা বাড়িয়েছে।
বিফ্রিংয়ে উপপ্রধানমন্ত্রীর পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব সামলানো রবার্ট কালিনাক বলেন, “আততায়ীর হাতে আক্রান্ত হওয়ার স্থানটির পাশের ছোট শহরে যেখানে প্রধানমন্ত্রীকে চিকিৎসা দেওয়া হচ্ছে, সেখান থেকে শিগগিরই তাকে রাজধানী ব্রাতিস্লাভায় নেওয়া হচ্ছে না।
“এ ছাড়া ফিকোর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেওয়ারও প্রয়োজন নেই। তার সঙ্গে কিছু যোগাযোগ করা সম্ভব হচ্ছে।”
গত বুধবার স্লোভাকিয়ার মধ্যাঞ্চলীয় নগরী হ্যান্ডলোভায় সরকারি এক বৈঠক শেষে বের হওয়ার সময় তাকে গুলি করা হয়। হত্যার চেষ্টায় পাঁচবার গুলি করা হয়। আততায়ীর গুলিতে আহত হওয়ার পর দ্রুতই হাসপাতালে নেওয়া হয় মধ্য ইউরোপের দেশটির প্রধানমন্ত্রীকে। প্রথম অস্ত্রোপচার চলে সাড়ে তিন ঘণ্টার বেশি সময় ধরে।
ফিকোর ওপর হামলার ঘটনার ইউরোপজুড়ে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে এবং ৫৪ লাখ মানুষের দেশটির মেরুকৃত ও জ্বরাগ্রস্ত রাজনীতি নিয়ে উদ্বেগ জানাতে দেখা যায়।
স্লোভাকিয়ার পুলিশ হামলাকারী সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, যার নাম জুরাস সি বলে জানিয়েছেন দেশটির সরকারি কৌসুলিরা।
স্থানীয় সংবাদমাধ্যমে ওই ব্যক্তির পরিচয়ে বলা হয়েছে, ৭১ বছর বয়সি জুরাস একটি বিপণিবিতানের সাবেক নিরাপত্তারক্ষী এবং তিনটি কবিতা সংকলনের লেখক।