কেনিয়ার পুলিশ জানিয়েছে, তারা অপহরণের ঘটনা তদন্ত করে দেখছে। এক মোটরসাইকেল চালক অপহরণের ঘটনাটি দেখেছে।
Published : 21 Oct 2024, 12:08 AM
এক ব্রিটিশ নাগরিক বিবিসি-কে বলেছেন, তিনি এবং তুরস্কের আরও কয়েকজন নাগরিক অপহৃত হয়েছেন। কেনিয়ার রাজধানী নাইরোবিতে শুক্রবার মুখোশ পরা কিছু মানুষ তাদেরকে অপহরণ করে। চার তুর্কি এখনও নিখোঁজ।
ব্রিটিশ নাগরিক নেকডেট সেইটেলো ২ বছর আগে কেনিয়ায় যান। তার আগে ১৮ বছর তিনি যুক্তরাজ্যে ছিলেন। কেনিয়ায় অপহরণ হওয়ার ৮ ঘন্টা পর অপহরণকারীদেরকে ব্রিটিশ পাসপোর্ট দেখিয়ে তিনি ছাড়া পান।
অপহরণ ঘটনার পর ব্রিটিশ নাগরিক সেইটেলো ও তার পরিবারকে কনস্যুলার সেবা দেওয়া হচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্রদপ্তর।
কেনিয়ার পুলিশ বিবিসি-কে জানিয়েছে, তারা অপহরণের ঘটনা তদন্ত করে দেখছে। এক মোটরসাইকেল চালক অপহরণের ঘটনাটি দেখেছে।
খবরে বলা হয়েছে, দুটো গাড়ি সামনে থেকে একটি সিলভার সেলুন গাড়িকে আটকে দিয়েছিল। তাতে ছিল দুই আরোহী।
প্রায় ৮ জন মানুষ অস্ত্র হাতে ওই দুটো গাড়ি থেকে নেমে এসে সেলুন গাড়ির দুই আরোহীকে টেনে নামায় এবং তাদেরকে নিয়ে চলে যায় বলে জানান কেনিয়ার পুলিশের মুখপাত্র রেসিলা।
পরে তুর্কি বংশোদ্ভুত এক ব্রিটিশ নাগরিক এই ঘটনা পুলিশকে জানায় এবং অপহৃত দুইজনের একজন সেইটেলো এবং অপরজন হুসেইন ইয়েসিলসু বলে শনাক্ত করে।
পরে সেইটেলোর কথা থেকে জানা গেছে, তার পরিচিত আরও ছয়জন অপহৃত হয়েছেন। তারা সবাই তুরস্কের নাগরিক। তাদেরকেও নাইরোবির বিভিন্ন স্থান থেকে একইভাবে অপহরণ করা হয়েছে।
তুরস্ক কর্তৃপক্ষ এই অপহরণ ঘটনার বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি।