কিইভে দিনের বেলায় চালানো এক বিরল হামলায় ১০ জন নিহত হয়েছেন। নগরীর ওখমাদিত শিশু হাসপাতাল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
Published : 08 Jul 2024, 06:34 PM
রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেইনজুড়ে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩৬ জনে দাঁড়িয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। দেশটির একটি শিশু হাসপাতালও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।
সোমবার রাজধানী কিইভে দিনের বেলায় চালানো এক বিরল হামলায় অন্তত ১০ জন নিহত হয়। হামলায় নগরীর ওখমাদিত শিশু হাসপাতাল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হাসপাতালটিতে বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে বলে কিইভের মেয়র জানিয়েছেন।
ইউক্রেইনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভই রিয়র সামরিক প্রশাসনের প্রধান জানিয়েছেন, সেখানেও অন্তত ১০ জন নিহত হয়েছেন।
পূর্বাঞ্চলীয় পোকরোভস্ক শহরে আরও তিনজন এবং নিপ্রো শহরে একজন নিহত হন বলে প্রাথমিক খবরে জানিয়েছিল বিবিসি।
প্রতিবেশী পোল্যান্ড সফরে থাকা ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বেসামরিকদের ওপর আঘাত হানার কারণে রাশিয়ার অবশ্যই জবাবদিহিতার মুখোমুখি হতে হবে।
“বিভিন্ন শহর কিইভ, নিপ্রো, ক্রিভই রিয়, স্লভিনস্ক, ক্রামাতোর্স্কে আঘাত হানা হয়েছে। বিভিন্ন ধরনের ৪০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। আবাসিক ভবন, অবকাঠামো ও একটি শিশু হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে,” বলেছেন তিনি।
কিইভজুড়ে ধোঁয়ার কুণ্ডুলি দেখা গেছে। আর সামাজিক মাধ্যম আসা ভিডিওগুলোতে ওখমাদিত শিশু হাসপাতালের ভেতরে ও বাইরে ধ্বংসের চিত্র উঠে এসেছে।
ভুক্তোভুগী সভিতলানা ক্রাভচেঙ্কো রয়টার্স কে বলেন, ঘটনাটি ভয়ঙ্কর ছিল। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, আমি আমার বাচ্চাকে ঢেকে রাখার চেষ্টা করছিলাম যাতে সে শ্বাস নিতে পারে।”
সামাজিক মাধ্যমে করা পোস্টে জেলেনস্কি বলেছেন, হাসপাতালের ধ্বংসস্তূপের নিচে লোকজন আটকা পড়ে আছেন।
কিইভের মেয়র ভিতালি ক্লিচকো বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি কিইভে হওয়া ‘অন্যতম মারাত্মক’ হামলা।
হাসপাতালে চালানো এই হামলায় ‘হতাহতের’ ঘটনা ঘটেছে আর সঠিক সংখ্যা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তিনি।
ক্রিভই রিয়র সামরিক প্রশাসনের প্রধান ওলেকজান্দার ভিলকুল টেলিগ্রামে করা এক পোস্টে জানিয়েছেন, শহরটিতে চালানো হামলায় অন্তত ১০ জন নিহত ও ৩১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জন গুরুতর আঘাত পেয়েছেন।
ক্রিভই রিয় প্রেসিডেন্ট জেলেনস্কির নিজ শহর। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেইন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া শহরটিতে বারবার হামলা চালিয়ে আসছে।
নিপ্রোর আঞ্চলিক প্রধান সের্হেই লিসাক জানিয়েছেন, নিপ্রো শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।
পূর্বাঞ্চলীয় দোনেৎস্কর পোকরোভস্ক শহরে আরও তিনজন নিহত হয়েছেন। সম্প্রতি এখানে অগ্রসরমান রুশ বাহিনী ইউক্রেইনীয় বাহিনীকে হটিয়ে বেশ কয়েকটি গ্রামের দখল নিয়েছে।
ইউক্রেইনজুড়ে রাশিয়ার এসব ক্ষেপণাস্ত্র হামলা এমন এক সময় চালানো হল যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দিনের এক রাষ্ট্রীয় সফরে মস্কো গিয়েছেন। সোমবার ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মোদীর বৈঠক করার কথা।
আরও পড়ুন:
বোমারু বিমান ছিনতাইয়ের 'ইউক্রেইনীয় চেষ্টা' ব্যর্থ করার দাবি রাশিয়