বিমানটির ইঞ্জিনে গোলযোগ দেখা দেওয়ায় সেটি জরুরি অবতরণের বাধ্য হয় বলে প্রাথমিক তথ্যে ইঙ্গিত মিলেছে।
Published : 13 Oct 2024, 12:18 PM
রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে ছোট একটি যাত্রী ও মালবাহী বিমান জরুরি অবতরণকালে একজন নিহত হয়েছেন।
সাইবেরিয়ার ইয়াকুটিয়া অঞ্চলে ঘটনাটি ঘটেছে বলে দেশটির জরুরি মন্ত্রণালয়ের আঞ্চলিক দপ্তর রোববার জানিয়েছে।
টেলিগ্রাম অ্যাপে মন্ত্রণালয়টি জানায়, আন্তোনভ-৩ বিমানটিতে তিনজন ক্রু ও দুইজন যাত্রী ছিলেন। পূর্ব সাইবেরিয়ার কৌঁসুলির দপ্তর জানায়, বিমানটির ইঞ্জিনে গোলযোগ দেখা দেওয়ায় সেটি জরুরি অবতরণের বাধ্য হয় বলে প্রাথমিক তথ্যে ইঙ্গিত মিলেছে।
টেলিগ্রাম অ্যাপে রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের পোস্ট করা ছবির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সাদা ও লাল রঙের ছোট বিমানটি ভেঙে পড়া বার্চ ও অন্যান গাছের মধ্যে আটকে ছিল, বিমানটির কাঠামোর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ও ডানার ভাঙা টুকরাটাকরা আশপাশে পড়ে আছে।
মন্ত্রণালয়টি জানিয়েছে, রাশিয়ার পূর্ব প্রান্তের সাখা রিপাবলিকের ওলেকমিনস্ক শহরের কাছে ঘটনাটি ঘটেছে।
সোভিয়েত আমলের নকশায় তৈরি আন্তোনভ-৩ বিমান যাত্রী ও মালামাল বহনের উপযোগী। এটি কাঁচা, পাকা উভয় ধরনের রানওয়ে থেকে উড্ডয়ন করতে সক্ষম।