আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে দেশটিতে অস্থিরতা বাড়ছে।
Published : 03 Nov 2024, 10:35 AM
বলিভিয়ার কেন্দ্রস্থলের একটি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়ে দুই শতাধিক সেনাকে জিম্মি করেছে একটি সশস্ত্র গোষ্ঠী।
বলিভিয় সেনাবাহিনী শুক্রবার বলেছে, একটি ‘অনিয়মিত সশস্ত্র গোষ্ঠী’ মধ্য বলিভিয়ার কোচাবাম্বা শহর সংলগ্ন সামরিক ঘাঁটি থেকে সামরিক সদস্যদের অপহরণের পাশাপাশি অস্ত্র ও গোলাবারুদ লুট করেছে।
সিএনএন লিখেছে, এ ঘটনায় দুই শতাধিক সেনা জিম্মি হওয়ার কথা জানিয়েছে বলিভিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
সশস্ত্র গোষ্ঠীটির সঙ্গে সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের ‘যোগ’ আছে বলে বর্তমান প্রেসিডেন্ট লুইস আরসে দাবি করলেও তিনি কোনো প্রমাণ হাজির করেননি। অভিযোগের বিষয়ে মোরালেসের বক্তব্য জানতে পারেনি সিএনএন।
এই ধরনের আক্রমণ যে ‘রাষ্ট্রদ্রোহ’ হিসেবে বিবেচিত হবে, সে কথা মনে করিয়ে দিয়ে সশস্ত্র বাহিনীর তরফে গোষ্ঠীটিকে ‘অবিলম্বে ও শান্তিপূর্ণভাবে’ ব্যারাক ত্যাগ করার আহ্বান জানানো হয়েছে।
২০২৫ সালের নির্বাচন সামনে রেখে মোরালেস ও আরসের মধ্যে যে লড়াই চলছে, সেই অস্থিরতায় দক্ষিণ আমেরিকার দেশটিতে সবশেষ উত্তেজনার ঘটনা এটি।
সিএনএন লিখেছে, মোরালেসের বিরুদ্ধে সরকার মানবপাচারের অভিযোগ সামনে আনার পর সাবেক প্রেসিডেন্টের সমর্থকরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে কোচাবাম্বাসহ দেশটির প্রধান মহাসড়কে অবরোধ করেছে।
বলিভিয়ার পুলিশ বলছে, ‘সহিংস সশস্ত্র গোষ্ঠীগুলোর' এই অবরোধে কয়েকটি শহরে খাদ্য ও জ্বালানি সংকট দেখা দিয়েছে।
গত সপ্তাহান্তে কোচাবাম্বায় ঘটে যাওয়া এক ঘটনা নিয়েও মোরালেস ও সরকার পরস্পরকে দোষারোপ করেছে।
বলিভিয়ার সুশাসন মন্ত্রী এদুয়ার্দো দেল কাস্তিলো অভিযোগ করেছেন, মাদক চোরাচালান মোকাবিলায় বসানো তল্লাশি চৌকি এড়িয়ে যাচ্ছিল মোরালেসকে বহনকারী গাড়ি। এসময় গাড়িতে থাকা ব্যক্তিরা পুলিশের ওপর গুলি চালায়।
তবে সাবেক প্রেসিডেন্ট তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করে বলেছেন, সরকার তার গাড়িতে গুলি চালিয়ে তাকে হত্যার চেষ্টা করেছে।