ইসরায়েলি সামরিক যানের বিরুদ্ধে বোমা বিস্ফোরণ ঘটানোর দাবি করেছে হামাস, ইসলামিক জিহাদ ও ফাতাহর সশস্ত্র শাখাগুলো।
Published : 29 Aug 2024, 04:31 PM
ফিলিস্তিনের পশ্চিম তীরের তুলকার্ম শহরের একটি মসজিদের ভেতরে পাঁচ ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করার কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী।
তারা মসজিদের ভেতরে লুকিয়ে ছিল বলে বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে।
বুধবার মধ্যরাত থেকে শত শত ইসরায়েলি সেনা হেলিকপ্টার, ড্রোন ও সাঁজোয়া যান নিয়ে তুলকার্ম, জেনিন ও জর্ডান উপত্যকার এলাকাগুলোতে অভিযান শুরু করে, যা কয়েক মাসের মধ্যে পশ্চিম তীরে ইসরায়েলের চালানো অন্যতম সবচেয়ে বড় হামলা।
বুধবার মধ্যরাতে শুরু হলেও বৃহস্পতিবারও অভিযান শেষ হয়নি বলে রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানিয়েছেন।
তিনি আরও জানান, গাজা ও পশ্চিম তীরের ফিলিস্তিনি ভূখণ্ডে যে মূল দু’টি টেলিযোগাযোগ কোম্পানি আছে তার মধ্যে জাওয়ালের নেটওয়ার্ক পুরোপুরি বিচ্ছিন্ন ছিল।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবারের অভিযানে অন্তত ১২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা।
বৃহস্পতিবারও জেনিনের প্রধান হাসপাতালের সামনে ইসরায়েলি সেনারা অবস্থান নিয়ে ছিল। সেখানে অ্যাম্বুলেন্সগুলোতে তল্লাশি চালাচ্ছিল তারা। এ সময় শহরটির ফাঁকা রাস্তাগুলোর ধারে বুলডোজারগুলো দাঁড়িয়েছিল আর আকাশে ড্রোনে শব্দ শোনা যাচ্ছিল।
বুধবার হাসপাতালটির প্রবেশপথগুলোতে মাটির স্তূপ তৈরি করে প্রবেশে আটকে দিয়েছিল ইসরায়েরি সেনারা। তারা কোনো ফিলিস্তিনি যোদ্ধা আশ্রয় নেওয়ার জন্য হাসপাতালে ঢোকার চেষ্টা করছে কি না, তা পরীক্ষা করে দেখছিল।
ফিলিস্তিনি রাজনৈতিক দল হামাস, ইসলামিক জিহাদ ও ফাতাহর সশস্ত্র শাখাগুলো বুধবার পৃথক বিবৃতি দিয়ে জানায়, তারা জেনিন, তুলকার্ম ও জর্ডান উপত্যাকার শহর ফার’আ-য় ইসরায়েলি সামরিক যানের বিরুদ্ধে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে।
ইসরায়েল জানিয়েছে, তুলকার্মের মসজিদে যে পাঁচ ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছেন তাদের মধ্যে ‘আবু শুজা’ নামে পরিচিত মুহম্মাদ জব্বারও আছেন। জব্বার তুলকার্ম শহর সংলগ্ন নূর শামস শরণার্থী শিবিরের ফাইটার নেটওয়ার্কের প্রধান ছিলেন।
১১ মাস আগে গত বছরের অক্টোবরে ইসরায়েল গাজায় হামাসের যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়ার পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের সংঘাত বেড়ে গেছে।