মার্কিন প্রেসিডেন্ট এখন রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর পালিয়ে যুক্তরাষ্ট্রে আসা ২ লাখ ৪০ হাজারের মতো ইউক্রেইনীয়র যুক্তরাষ্ট্রে ‘অস্থায়ীভাবে থাকার মর্যাদাও’ বাতিল করার কথা বিবেচনা করছেন।
Published : 22 Mar 2025, 12:34 PM
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন জানিয়েছে, তারা কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া ৫ লাখের বেশি মানুষের ‘অস্থায়ী অভিবাসী মর্যাদা’ তুলে নেবে।
২৪ এপ্রিল বৈধভাবে থাকার অনুমতি ও প্রত্যাবাসন এড়াতে দেওয়া সুরক্ষা প্রত্যাহার করে নেওয়ার আগেই তাদের যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হচ্ছে, ফেডারেল সরকারের দেওয়া এক নোটিসে এমনটাই বলা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
এ ৫ লাখ ৩০ হাজার লাতিন আমেরিকান যুক্তরাষ্ট্রে যান আগের প্রেসিডেন্ট জো-বাইডেনের সময়কার এক ‘স্পন্সরশিপ’ কর্মসূচির অধীনে, যেটি সিএইচএনভি নামে পরিচিত। এই কর্মসূচির আওতায় তাদের বৈধ অভিবাসী হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল। জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসেই ট্রাম্প এ কর্মসূচি বাতিল করে দেন।
‘অস্থায়ী সুরক্ষায়’ থাকা এই অভিবাসীদের মধ্যে কতজন এরই মধ্যে স্থায়ী অভিবাসী বা যুক্তরাষ্ট্রে বৈধভাবে থাকার সুযোগ দেওয়া অন্য মর্যাদা জোগাড় করে নিয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।
২০২২ সালে ডেমোক্রেট প্রেসিডেন্ট বাইডেন এই সিএইচএনভি প্রথম ভেনিজুয়েলার নাগরিকদের জন্য এই কর্মসূচি চালু করেছিলেন, পরে তাতে আরও দেশ যুক্ত করা হয়।
এই কর্মসূচির আওতায় আমেরিকান পৃষ্ঠপোষক থাকলে ওই দেশগুলোর কিছু নাগরিক ও তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে এসে দুই বছর পর্যন্ত থাকতে পারবে, এই সময়ের জন্য তাদের ‘অস্থায়ী অভিবাসী মর্যাদা’ থাকবে।
বাইডেন প্রশাসনের যুক্তি ছিল, এই কর্মসূচি অবৈধভাবে সীমান্ত অতিক্রমের স্রোত কমিয়ে আনবে, আর যারা যুক্তরাষ্ট্রে ঢুকবে তাদের নিরাপত্তা সংক্রান্ত যাচাই-বাছাইয়ের সুযোগ বেশি থাকবে।
শুক্রবার যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ আগের প্রশাসনের এই যুক্তি খারিজ করে দিয়েছে এবং বলেছে, সিএইচএনভি তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।
তবে সিএইচএনভি কর্মসূচির আওতায় থাকা কাউকে কাউকে যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ার সুযোগ দেওয়া হতে পারে, এক্ষেত্রে প্রত্যেকটি আবেদন পৃথকভাবে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।
ট্রাম্প বাতিল করে দেওয়ার আগে এই কর্মসূচির আওতায় হাইতি থেকে ২ লাখ ১৩ হাজার, ভেনেজুয়েলার ১ লাখ ২০ হাজার ৭০০, কিউবার ১ লাখ ১০ হাজার ৯০০ এবং নিকারাগুয়ার ৯৩ হাজার বাসিন্দা যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে বলে জানিয়েছে বিবিসি।
মার্কিন প্রেসিডেন্ট এখন রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর পালিয়ে যুক্তরাষ্ট্রে আসা ২ লাখ ৪০ হাজারের মতো ইউক্রেইনীয়র যুক্তরাষ্ট্রে ‘অস্থায়ীভাবে থাকার মর্যাদাও’ বাতিল করার কথা বিবেচনা করছেন, জানিয়েছে সংবাদমাধ্যমটি।