পাঁচ দশকের মধ্যে প্রথমবার বঙ্গো পরিবারের কেউ ভোটে নেই।
Published : 12 Apr 2025, 11:57 AM
মধ্য আফ্রিকার দেশ গ্যাবনের পরবর্তী প্রেসিডেন্ট বেছে নিতে ভোট দিচ্ছে জনগণ।
এই ভোটের ব্যালটে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো বঙ্গো পরিবারের কোনো সদস্য নেই।
সাবেক প্রেসিডেন্ট আলি বঙ্গোকে ১৯ মাস আগে ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য করেন অভ্যুত্থানের ‘মাস্টারমাইন্ড’ জেনারেল ব্রাইস ওলিগুই এনগুয়েমা।
মোট আটজন প্রার্থী প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে রয়েছেন, যার মধ্যে কেবল একজন নারী প্রার্থী রয়েছেন- গনিঙ্গা চ্যানিং জেনাবা।
অন্য প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী আলাইন ক্লদ বিলি-বাই-এনজে, যিনি বঙ্গো সরকারের অধীনে দায়িত্ব পালন করেন। রয়েছেন সাবেক ক্ষমতাসীন পিডিজি পার্টির দুই প্রভাবশালী নেতা স্টিফেন জার্মেইন ইলোকো এবং আলাইন সিম্পলিস বুঙ্গুয়েরেস।
বিবিসি লিখেছে, রোববার থেকে নির্বাচনের ফল ঘোষণা শুরু হতে পারে, তবে আগামী সপ্তাহ পর্যন্ত ভোট গণনার সুযোগ রয়েছে। গ্যাবন ও এর প্রবাসী জনগোষ্ঠীর প্রায় ১০ লাখ মানুষ ভোট দেবেন বলে ধারণা করা হচ্ছে।
তেল ও কাঠ সমৃদ্ধ মধ্য আফ্রিকার এই ছোট্ট দেশটিতে মাত্র ২৫ লাখ মানুষের বসবাস। বিপুল সম্পদ থাকার পরেও দেশটির প্রায় ৩৫ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে, দৈনিক আয় ২ ডলার (১.৫০ পাউন্ড)।
বিবিসি লিখেছে, দুই সপ্তাহের প্রচারণার সময়কালে বেশিরভাগ প্রার্থী অভ্যন্তরীণ ভোটারদের অগ্রাধিকার দিয়েছেন। রাজধানী লিব্রেভিলে সমাবেশ হয়েছে অল্পস্বল্প।
তবুও রাজধানীতে ওলিগুই এনগুয়েমার পোস্টার ও বিলবোর্ডের আধিপত্য চোখে পড়ার মতন, প্রতিদ্বন্দ্বীদের প্রচার সামগ্রী কমই দেখা যাচ্ছে।
প্রেসিডেন্ট ওমর বঙ্গো ও তার ছেলে আলি বঙ্গোর অধীনে টানা ৫৫ বছর শাসন দেখা গ্যাবনিজ জনগণ বিবিসিকে বলেছেন, তারা কেবল অর্থ আত্মসাৎ, স্বজনপ্রীতি, ঋণগ্রস্ততা ও বেকারত্বের অবসান চান।