চন্ডিগড় থেকে আসামের ডিব্রুগড়গামী এক্সপ্রেস ট্রেনটির ১২টি বগি লাইনচ্যুত হয়েছে। এই ১২টি বগির মধ্যে চারটি এসি কম্পার্টমেন্ট।
Published : 18 Jul 2024, 05:33 PM
ভারতের উত্তর প্রদেশ রাজ্যে চন্ডিগড়-ডিব্রুগড় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উত্তর প্রদেশের গোন্ডা ও ঝিলহির মধ্যবর্তী পাইকরা এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়। ঘটনাস্থল ঝিলহি রেলস্টেশেনের কাছে বলে খবর ভারতীয় গণমাধ্যমের।
প্রাথমিক খবর অনুযায়ী, চন্ডিগড় থেকে আসামের ডিব্রুগড়গামী এক্সপ্রেস ট্রেনটির ১২টি বগি লাইনচ্যুত হয়েছে। এই ১২টি বগির মধ্যে চারটি এসি কম্পার্টমেন্ট।
সামাজিক মাধ্যমে আসা ভিডিওতে দেখা গেছে, ট্রেনের অন্তত একটি বগি পুরোপুরি একপাশে কাত হয়ে পড়ে রয়েছে। কয়েকজন যাত্রী এর ওপর দাঁড়িয়ে আছেন। একজন সম্ভবত বগিটির জানালা ভাঙার চেষ্টা করছেন।
প্রাথমিকভাবে জানা গেছে, যাত্রীরা হঠাৎ করে বিকট শব্দ শুনতে পান আর সঙ্গে সঙ্গেই ঘটে দুর্ঘটনা। অনেকগুলো বগি লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্ঘটনার পর যাত্রীর হুড়োহুড়ি করে ট্রেন থেকে বের হয়ে আসেন।
নিহতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে।
गोंडा-बस्ती रुट पर झिलाही स्टेशन के पास ट्रेन नंबर 15904 डिब्रूगढ़ एक्सप्रेस के कई डब्बे पटरी से उतरे.#TrainAccident #RailwayAccident #Gonda pic.twitter.com/3IWtfRIi7K
— Abhishek Misra (@abhigyantwit) July 18, 2024